২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর, ক্ষোভ ডানকুনি স্টেশনে
পুবের কলম ওয়েবডেস্ক: করোনার বাড়বাড়ন্তের মাঝেও ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। ভিড় ট্রেনে কোনওরকমে উঠলেও গেটে দাঁড়িয়ে ছিলেন এক যাত্রী। ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক রেল যাত্রীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি রেল স্টেশনে। মৃত যাত্রীর নাম চন্দন প্রচন্ড (৫৫)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। জানা গেছে, বেশ কয়েকদিন আগে ডানকুনিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। মঙ্গলবার সকালে ডানকুনি থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশন হয়ে মেদিনীপুরে ফিরছিলেন। এদিন সকালে ডানকুনি থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া আসছিলেন। ট্রেনটিতে প্রচন্ড ভিড় থাকায় গেটের মুখে পা রাখতে পারলেও তাঁর শরীর ঝুলছিল ট্রেনের বাইরে। বেলানগর স্টেশন আসার আগেই হাত ফসকে তিনি ট্রেন থেকে নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।