০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ৩, ক্ষুব্ধ বিধায়ক
পারভেজ হোসেন, দিনহাটা: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে গরু পাচার করার সময় বিএসএফ -এর গুলিতে মৃত্যু হল তিন পাচারকারির। যদিও বিএসএফের এই গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনীয়া। তিনি জানান, বিএসএফ তার ক্ষমতার অপব্যবহার করছে। বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহারের সিতাই থানার পশ্চিম চামটার ধুমদাহ পার এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে জানা গেছে। মৃত ভারতীয় পাচারকারীর নাম প্রকাশ বর্মন। তবে বাংলাদেশী পাচারকারিদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৩ টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী গরু পাচারের চেষ্টা করে। জওয়ানরা প্রথমে তাঁদের হুঁশিয়ারি দেন। ফিরে যেতে বলেন। কিন্তু বিএসএফের হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি পাচারকারীরা। তাদের আটকানোর চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনী। উল্টে দুষ্কৃতীরা বাহিনীর উপর চড়াও হয়, এমনকি তাদের দিকে পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে বিএসএফ জওয়ানরা দুষ্কৃতীদের উদ্দেশ্য গুলি চালায়। ভারতীয় পাচারকারী প্রকাশ বর্মনের মাথায় গুলি লাগলে তার মৃত্যু হয়। এছাড়া পরে সীমান্ত থেকে দুটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা এবং সিতাই থানার পুলিস। যান বিএসএফ- এর আধিকারিকরা এবং সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোনও হিন্দু পরিবারের শিশুর নাম শুভেন্দু রাখবেন না, দিনহাটায় আর কি কি বললেন সায়ন্তিকা
পারভেজ হোসেন, দিনহাটা: দিনহাটায় উপ নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে। কিন্তু তা অবশ্যই দ্বিতীয় ও তৃতীয় পদের জন্য। দিনহাটায় প্রচারে এসে এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা এবারের উপনির্বাচনের তৃণমুল প্রার্থী উদয়ন গুহ, পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ। মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটার নিগমনগরে তৃণমূল প্রার্থী উদয়ন গুহের প্রচারে আসেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জী। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কটাক্ষ করেন সায়ন্তিকা। তিনি জানান, আগামী ৩০ তারিখ জোরদার একটা খেলা হবে।হাড্ডাহাড্ডি লড়াই হবে।কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, কে দ্বিতীয় হবে? আর কে তৃতীয় হবে? তাদের মধ্যে।কারণ প্রথম স্থানে থাকবে তৃনমূল কংগ্রেস। বিপুল ভোটে জয়ী হবে আমাদের দলের প্রার্থী , মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় মানুষ উদয়ন গুহ। তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই দিনহাটার মানুষেরা বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মের কথা বলেন। তিনি বলেন মানুষের জীবনের তিনটি সবচেয়ে প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য।বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন বলে তাঁর দাবি।বিনামূল্যে রেশন থেকে দুয়ারে রেশন দিয়েছেন।স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্য সাথী সবই তিনি দিয়েছেন। পাশাপাশি স্কুল পড়ুয়াদের জন্য স্কুলের বই-খাতা থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সব কিছুর ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে । তাই শীত গ্রীষ্ম বর্ষা , মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের ভরসা। তিনি বাংলা কে বুকে করে আগলে রেখেছেন । এদিনের সভায় দলবদলু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। দলবদল করে শুভেন্দু প্রতারণা করেছেন। সেই প্রসঙ্গে বলেন, মুসলিম পরিবারে সদ্যজাত শিশুর নাম যেমন মীরজাফরের রাখা হয়না বলে তাঁর দাবি, এবার থেকে কোন হিন্দু পরিবারের শিশুর নামও শুভেন্দু রাখা হবে না।

‘বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়’, এবার দিনহাটায় তোপ অভিষেকের
পুবের কলম ওয়েবডেস্ক : ৩০ অক্টোবর চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এমত অবস্থায় তৃণমূল বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছড়াতে নারাজ। সোমবার

সিঙ্গিমারী নদীর ভাঙনে আতঙ্কে গ্রামবাসী
পারভেজ হোসেন, দিনহাটা: সিঙ্গিমারি মদনাকুরা গ্রামে সিঙ্গিমারী নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। প্রতিদিন কয়েক মিটার করে এলাকা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে গ্রামবাসীরা বাড়িঘর ভেঙে পার্শ্ববর্তী নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। কেউ কেউ আবার তাদের বাড়িঘর সরিয়ে নেওয়ার আগেই সেটা নদী গর্ভে তলিয়ে গেছে। দিনহাটা ১ নং ব্লকের সিতাই বিধানসভার সিঙ্গিমারী মদনাকুরা গ্রামে, পূর্ব ও পশ্চিম পাঠ মিলে প্রায় ১৬০০ জন মানুষের বাস। তাদের মধ্যে প্রায় ৫০০ গ্রামবাসী ভাঙনের কবলে। পার্শ্ববর্তী এলাকাগুলোতে নদীর উপর বাঁধ দেওয়া থাকলেও এই অঞ্চলের প্রায় ১ কিলোমিটার এলাকায় কোনো বাঁধ নেই। তাই ভাঙনের কবলে পড়তে হচ্ছে এলাকাবাসির। এই ভাবেই দীর্ঘদিন ধরে ঘটে আসা ভাঙনে অনেকেই বাড়ি ঘর ভেঙে অন্যত্র গিয়েছেন, আবার অনেকেই তাদের বিঘার পর বিঘা জমি হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। কিন্তু কোনো নেতা বা প্রশাসনের নজর পড়ছে না তাদের দিকে বলে দাবি বাসিন্দাদের। গত বুধবার রাতের প্রবল ভাঙনে ৮ টি বাড়ি নদীর গর্ভে চলে যায়। কোনোভাবে নিজেরা বাড়ি থেকে বেরিয়ে এলেও অনেকের রান্নার সরঞ্জাম সহ কিছু দরকারি জিনিস ভেসে গেছে বলে দাবি জানান অনেকেই।

বিএসএফের সীমনা বৃদ্ধিঃ কি বললেন দিনহাটার বাম প্রার্থী
রুবায়েত মোস্তাফা, কোচবিহার: বিএসএফের সীমানা বৃদ্ধির বিষয়টি এবার তৃণমূল এবং বামফ্রন্টের নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকেও যেমন কেন্দ্রীয় সরকারের এই বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিত করে প্রচার করা হচ্ছে, ঠিক তেমনি বামফ্রন্টের পক্ষ থেকেও বিএসএফের সীমানা বৃদ্ধি বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটের প্রচারে তুলে ধরা হচ্ছে বিষয়টি। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে প্রচার সারলেন দিনহাটার বাম প্রার্থী আবদুর রউফ। ভোট বলে কথা। তাই তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার নাজিরহাটে গ্রামে গ্রামে ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। এবারের এই উপ নির্বাচনের আগে একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। ভোটে হেরে গিয়েছিলেন। দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়ে ভোটে জিতে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। ভোটে জিতে নাশীথবাবু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ফলে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। গতবার পরাজিত হলেও আব্দুর রউফকে এবারও প্রার্থী করেছে বামফ্রন্ট।গত দু’দিন ধরে প্রবল বৃষ্টি চলছে কোচবিহার জেলা জুড়ে।এই বৃষ্টিকে উপেক্ষা করে সাতসকালে ভোট প্রচারে বুধবার বেরিয়ে পড়েন দিনহাটা উপনির্বাচনের ফরোয়ার্ড ব্লক প্রার্থী আবদুর রউফ। এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের দিগলটারী,শ্যামগঞ্জ,পশ্চিম কুমারগঞ্জ,মৈদাম, গর্বডাঙ্গা সহ দিনহাটার সীমান্ত এলাকায় প্রচার করেন তিনি। বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক নেতা আবদুর রউফ বলেন, দিনহাটা বিধানসভা এলাকার বেশিরভাগই সীমান্ত এলাকা। সীমান্ত এলাকার মানুষের সমস্যা, কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় মানুষজনের চাষাবাদের সমস্যা, বিএসএফের হয়রানি এইসব বিষয়গুলি নিয়ে বামফ্রন্ট বরাবর সীমান্ত এলাকার মানুষদের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের পক্ষ থেকে এগুলো বলা হচ্ছে প্রচারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিএসএফের সীমানা বৃদ্ধি করেছে আর এটা হলে কি কি সমস্যা হবে প্রচারে এইসব বিষয়গুলোও তুলে ধরে মানুষের কাছে আমরা ভোট চাইছি। সীমান্তের মানুষের সমস্যা সমাধানে সীমান্ত এলাকার মানুষের উপর বিএসএফের হয়রনির বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে বামফ্রন্ট আন্দোলন করে আসছে, এলাকার মানুষ সে সব জানেন। তাই ভোট এবার মানুষ বামফ্রন্টের প্রার্থী কেই দেবে। বিজেপি কে আর দিনহাটার মানুষ ভোট দেবে না।” বিজেপির এক নেতা অবশ্য বলেছেন “দিনহাটায় বামফ্রন্ট কোন ফ্যাক্টর নয়। লড়াই এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে।”

সীমান্তে বিএসএফের এলাকা বৃদ্ধি, দিনহাটায় যা বললেন ফিরহাদ
রুবায়েত মোস্তাফা ও পারভেজ হোসেন– কোচবিহার : সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাজের এলাকা বৃদ্ধি নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।