০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করোনার মাঝেও পাঁচ রাজ্যের  ভোট ঘোষণা কমিশনের

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ছে করোনার সংক্রমণ। তারমধ্যেও হবে ভোট।উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। কিন্তু দিনেরপর দিন করোনা পরিস্থিতি খারাপের

পুরভোট পিছানো নিয়ে কমিশন কি চাইছে, জানতে চাইল হাইকোর্ট

পুবের কলম ওয়েবডেস্ক: করোনার গ্রাম ঊর্ধ্বমুখী। এই করোনা পরিস্থিতির মাঝে কি পুরভোট করানো সম্ভব। এই নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান কি? তাই জানতে চাইল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগমের ভোট রয়েছে। করোনা আবহে ভোট করা যাবে না। পুরভোট পিছানো নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে ভোট পিছানো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এরজন্য আগামী সোমবার হলফনামা জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিধাননগর এলাকায় ২৩টি কনটেন্টমেন্ট জোন রয়েছে। তাই প্রার্থীরা এই অবস্থায় ভোটারদের কাছে যেতে পারছেন না। পাশাপাশি ভোটাররা বাড়ি থেকে বেরোতে না পারলে কিভাবে ভোট দেবেন?।

কোনও হিন্দু পরিবারের শিশুর নাম শুভেন্দু রাখবেন না, দিনহাটায় আর কি কি বললেন সায়ন্তিকা

পারভেজ হোসেন, দিনহাটা: দিনহাটায় উপ নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে। কিন্তু তা অবশ্যই দ্বিতীয় ও তৃতীয় পদের জন্য। দিনহাটায় প্রচারে এসে এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা এবারের  উপনির্বাচনের তৃণমুল প্রার্থী উদয়ন গুহ, পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ। মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটার নিগমনগরে তৃণমূল প্রার্থী উদয়ন গুহের প্রচারে আসেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জী। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কটাক্ষ করেন সায়ন্তিকা। তিনি জানান,  আগামী ৩০ তারিখ জোরদার একটা খেলা হবে।হাড্ডাহাড্ডি লড়াই হবে।কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, কে দ্বিতীয় হবে? আর কে তৃতীয় হবে? তাদের মধ্যে।কারণ প্রথম স্থানে থাকবে তৃনমূল কংগ্রেস। বিপুল ভোটে জয়ী হবে আমাদের দলের প্রার্থী , মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় মানুষ উদয়ন গুহ। তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই দিনহাটার মানুষেরা বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মের কথা বলেন। তিনি বলেন মানুষের জীবনের তিনটি সবচেয়ে প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য।বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন বলে তাঁর দাবি।বিনামূল্যে রেশন  থেকে দুয়ারে রেশন দিয়েছেন।স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্য সাথী সবই তিনি দিয়েছেন। পাশাপাশি স্কুল পড়ুয়াদের জন্য স্কুলের বই-খাতা  থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সব কিছুর ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে । তাই শীত গ্রীষ্ম বর্ষা , মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের ভরসা। তিনি বাংলা কে বুকে করে আগলে রেখেছেন । এদিনের সভায় দলবদলু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। দলবদল করে শুভেন্দু প্রতারণা করেছেন। সেই প্রসঙ্গে বলেন,  মুসলিম পরিবারে সদ্যজাত শিশুর নাম যেমন মীরজাফরের রাখা হয়না বলে তাঁর দাবি, এবার থেকে কোন হিন্দু পরিবারের শিশুর নামও শুভেন্দু  রাখা হবে না।

সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না শুভেন্দু

পুবের কলম প্রতিবেদক, রামনগর: রাজ্যের বিধানসভা নির্বাচনের পর পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি তথা  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ৫১টি আসনের সব কটি আসনেই বিনা নির্বাচনে জয়ী হল তৃণমূল প্রার্থীরা। বিজেপি একে তৃণমূলের সন্ত্রাসের জন্য বলে দাবি করছে। রাজ্যের শাসকদল তৃণমূল অবশ্য দাবি করেছে মানুষ বিজেপির সাথে নেই, সেটা আরও একবার পরিষ্কার হয়ে গেছে। তাই সমবায় সমিতির নির্বাচনেও ওদের হয়ে কেউ প্রার্থী হতে চায় না। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সমবায় সমিতির মোট ৫১ টি আসন। আগামী ১২ নভেম্বর এই আসনগুলিতে নির্বাচন হওয়ার দিন স্থির ছিল। কিন্তু ৫১ টি আসনের একটিতেও সিপিএম, বিজেপি, কংগ্রেস কিংবা অন্য কোনো বিরোধী দল প্রার্থী দিতে না পারায় আর নির্বাচন হবে না। ফলে সব কটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল প্রার্থীরা বিজেপির তরফে দাবি করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নানাভাবে ধমক চমক দেওয়ায় প্রার্থী হতে চায়নি কেউ। সেই অভিযোগ উড়িয়েছে তৃণমূল। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder