০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :

শীতের আমেজে আসছে পরিযায়ী পাখি, ভাতারে জখম স্নেক বার্ড
সফিকুল ইসলাম (দুলাল), ভাতার: শীতের আমেজ শুরু হতেই পূর্ব বর্ধমানে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে| এরই মধ্যে ভাতারে এক বিরল প্রজাতির পাখি আহত অবস্থায় উদ্ধার হয়েছে| এই পাখি রাজস্থানে সচরাচর দেখতে পাওয়া গেলেও শীতের শুরুতেই এই রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ভাতারে এই পরিযায়ী পাখির দেখা পাওয়া যাওয়ায় পাখিপ্রেমী মানুষ থেকে অনেক সংগঠনের সদস্যরাই হতবাক হয়েছেন। ইন্ডিয়ান ডাটার বা ওরিয়েন্টাল ডাটার বা স্নেক বার্ড নামে এই পরিযায়ী পাখির ডেরা মূলত দেশের রাজস্থানে। শীতের সময় আমাদের রাজ্যে কখনওসখনও রবীন্দ্র সরোবর আর বোটানিক্যাল গার্ডেনে এদের দেখা পাওয়া যায়। তবু এখনও পর্যন্ত এই রাজ্যে খুব বেশি হলে সাত আটবার কয়েকটি জলাশয়ে এই বিরল পাখির দেখা পাওয়া গেছে বলে জানা গেছে। এরা মূলত ছোট মাছ শিকার করে। এদের লম্বা ঠোঁট, আর চওড়া ডানা থাকে। পূর্ব বর্ধমানের ভাতার থানার হাড়গ্রাম এলাকার বাসিন্দা রবি মাঝি নামে এক ব্যক্তি প্রথমে অসুস্থ অবস্থায় এই পাখিটিকে দেখতে পান। স্থানীয় পক্ষীপ্রেমী রানাবাবুকে এরপর খবর দিলে তিনি বর্ধমানের এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি কে খবর দেন। সংস্থার পক্ষ থেকে অর্ণব দাস ও রতন দাস ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার আহত পাখিটিকে উদ্ধার করেন।