০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের একগুচ্ছ দাবি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর, প্রেসক্লাব খুলে দেওয়ার নির্দেশ

ইনামুল হক, বারাসতঃ জেলার সাংবাদিকদের বিশেষ গুরুত্ব দিয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মধ্যমগ্রাম পুরসভার নজরুল মঞ্চের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে তিনি উত্তর ২৪ পরগনা জেলার সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বিভিন্ন সংবাদ পত্রের পক্ষ থেকে পেশ করা  একগুচ্ছ দাবি পূরণের বিষয়ে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন। পাশাপাশি ক্ষুদ্র পত্র-পত্রিকাগুলিকে রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরারও  প্রশংসা করেন তিনি।  জেলার সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক  সংবাদপত্রের পক্ষ থেকে  আদর্শ তিতুমীর পত্রিকার সম্পাদক ও বারাসত  প্রেস ক্লাবের  প্রতিষ্ঠাতা সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত এদিন মুখ্যমন্ত্রীর  দৃষ্টি আকর্ষণ করে বলেন,  উত্তর ২৪ পরগনা জেলা প্রেস ক্লাবটি দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে। এটি যাতে  পুনরায় চালু করা যায় তার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সাংবাদিকদের জেলাশাসককে লিখিত আবেদন করার  পরামর্শ দিয়ে এটি যাতে খুলে দেওয়া হয় সেজন্য জেলা  প্রশাসনকে  নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  প্রসঙ্গত, বারাসত হাতি পুকুরের কাছে ২০০১ সালে নির্মিত এই প্রেসক্লাবের ঘরটির কয়েক লক্ষ টাকা ভাড়া বকেয়া থাকায় এটি বন্ধ করে দেওয়া হয়়েছে।  ধৃতরাষ্ট্র দত্ত পাশাপাশি বলেন, জেলার পত্র-পত্রিকা গুলি সময়মতো প্রকাশ করে যথাযথভাবে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে জমা করা হয়। তবু পর্যাপ্ত  সরকারি বিজ্ঞাপন পাওয়া যায় না।  এ ব্যাপারেও মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের  নির্দেশ দেন। এছাড়া কোভিড  আক্রান্ত হয়ে মৃত সাংবাদিক উদয় বসু ও অলোক ঘোষের পরিবারকে সরকারি সুযোগ সুবিধা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত।  সেইসঙ্গে  উৎসব ভাতা হিসেবে জেলা সাংবাদিকদের এক হাজার টাকার পরিবর্তে শহরের সাংবাদিকদের মত তা সমহারে দেওয়ার আবেদন জানান। এছাড়াও কিছু দুষ্টু নেতার  চক্রান্তে  সাংবাদিক নিগ্রহ হচ্ছে এই জেলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায়। এই নিগ্রহ  বন্ধে এবং মিথ্যা অভিযোগে অভিযুক্ত সাংবাদিকদের হয়রানির বন্ধ করতে তিনি সিআইডি তদন্তের দাবি জানান। মুখ্যমন্ত্রী এসব বিষয়গুলি তাঁকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানানোর কথা বলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder