০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :

করোনাঃ রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় তিনদিন লকডাউন
পুবের কলম প্রতিবেদক, সোনারপুর: রাজপুর- সোনারপুর পুরসভা এলাকায় গত কয়েকদিনে করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় তিনদিন কার্যত লকডাউন ঘোষণা করল প্রশাসন। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর তিনদিন সমস্ত বাজার দোকান বন্ধ রাখা হবে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে। মাস্ক ব্যবহার ও কোভিড বিধি কড়াভাবে পালন করা হবে বলে জানিয়েছেন বারুইপুর মহকুমাশাসক সুমন পোদ্দার। মঙ্গলবার হরিনাভিতে এক প্রশাসনিক বৈঠকের পর এই কথা জানানো হয়। পাশাপাশি বারুইপুর পুরসভা এলাকায় মাস্ক পরার ব্যাপারে কড়া নিয়ম বলবত থাকবে। এদিন দক্ষিন ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথনের নির্দেশে হরিনাভিতে রাজপুর-সোনারপুর পুরসভা অফিসে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ছিলেন মহকুমাশাসক সুমন পোদ্দার, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র, সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র, বিধায়ক ফিরদৌসি বেগম, সোনারপুর, নরেন্দ্রপুর থানার আইসি সহ অন্যান্যরা। ছিলেন বাজার কমিটির সদস্যরা, পুর প্রশাসকমণ্ডলীর সদস্যরা। জানা গিয়েছে, পুরসভার ৩৪ টি ওয়ার্ডে আক্রান্তর সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই পুরসভার ১৯টি এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোনারপুর বাজার এলাকায় সোনারপুর থানার পুলিশ এদিন অভিযান চালায়, মাস্ক না ব্যবহার করায় ৩২ জন কে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি মাইকিং করে মাস্ক পরার ব্যাপারে এলাকায় জোর দেওয়া হয়।