২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে ডুবল ছাই ভর্তি বাংলাদেশের জাহাজ, উদ্ধার ১৩

সামিম আহমেদ, সাগর: বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ ছাই ভর্তি বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদীতে ডুবে যায়। স্থানীয় ক্যাম্পের পুলিশ ও সাগর থানার পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি ট্রলার নিয়ে ডুবতে থাকা জাহাজ থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় এমভি বাংলার শান্তি- ১ নামে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ বজবজ থেকে ছাই ভর্তি করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। পথে সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদীতে জাহাজের মাস্তুল নদীর চড়ায় আটকে হেলে পড়ে। জোয়ার থাকায় জাহাজের মধ্যে জল ঢুকতে শুরু করে। জাহাজের মধ্যে থাকা ছাই জলে ভিজে ভারী হয়ে আস্তে আস্তে ডুবতে থাকে। ঘটনাটি ঘোড়ামারা ক্যাম্পে থাকা পুলিশদের নজরে আসে। খবর পাঠানো হয় সাগর থানায়। পুলিশ ক্যাম্পের কাছে থাকা স্থানীয় একটি ট্রলার ও সাগর থানার পুলিশ একটি বড় ট্রলার নিয়ে তড়িঘড়ি ডুবতে থাকা জাহাজের কাছে চলে আসে। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder