১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিবিআইয়ের নজরে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ?

পারিজাত মোল্লা:   এখনও ইডির জেরাপর্বের রেশ কাটেনি। এবার নিয়োগ দুর্নীতি ঘটনায়  সিবিআইয়ের নজরে তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সূত্র

মহেশতলায় তৃণমূল সংখ্যালঘু সেলের সম্মেলন

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার মহেশতলা কলেজ সংলগ্ন মাঠে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মাওলানা আবুল কাশেম রসুলি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল, মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি,  হাজী শেখ রেজাউল হক, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত ডা. সুজিত কর প্রমুখ। এদিনের সম্মেলনে হাজার হাজার মানুষ উপস্থিত হন। এদিন বিভিন্ন বক্তারা বলেন, দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে বিজেপির সরকার। এর থেকে মুক্তি পেতে গেলে তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে গোটা দেশজুড়ে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় সংখ্যালঘুসহ সর্বস্তরের মানুষজন সুরক্ষিত।

Breaking: আগরতলায় গ্রেফতার সায়নী

পুবের কলম ওয়েবডেস্কঃ খুনের চেষ্টার অভিযোগে আগরতলায় গ্রেফতার তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ।ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার তৃণমূলের পক্ষে দাবি কুণাল ঘোষের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder