০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

নদীগর্ভে স্কুল, কোথায় পড়াশোনা করবে গ্রামের পড়ুয়ারা!
পুবের কলম প্রতিবেদক, সাগর: হঠাৎই নদীগর্ভে তলিয়ে গেল পুরো বিদ্যালয় ভবন। রয়ে গেল শুধু বিদ্যালয়ের চাতাল। ফলে সংকটে পড়েছে গ্রামের পড়ুয়ারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগর পঞ্চায়েত সমিতির ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের খাসিমারা গ্রামের পড়ুয়াদের পড়াশোনার একমাত্র সম্বল খাসিমারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ভবন। এই গ্রামের সমস্ত পড়ুয়ারা এখানে পড়াশোনা করত। করোনা সংক্রমনের ফলে ছুটি ঘোষণা করে সরকার। সেইমতো স্কুল বন্ধ ছিল। বুধবার আনুমানিক বিকেল চারটে নাগাদ হঠাৎ হুগলি নদী গর্ভে তলিয়ে যায় এখানকার একমাত্র খাসিমারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ভবন। রয়ে গিয়েছে শুধু বিদ্যালয়ের চাতাল। পড়ে আছে ধ্বংসস্তূপ। আগামীদিনে সরকার যদি এখানে নতুন করে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ভবন তৈরি করার ব্যবস্থা না করে তাহলে সংকটের মধ্যে পড়বে এখানকার পড়ুয়ারা। গ্রামবাসীদের পক্ষ থেকে এখানে নতুন করে বিদ্যালয় ভবন তৈরি করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।