০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাফিক ওসি তুহিন ঝাঁর

পুবের কলম ওয়েব ডেস্ক :কথায় আছে মৃত্যু বলে আসে না।তারই এক চিত্র ফুটে উঠলো বোলপুরে।এবার দুর্ঘটনার কবলে পড়েন খোদ ট্রাফিক

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন ট্রাফিক ওসি

পুবের কলম প্রতিবেদক, চাঁচলঃ রতুয়া থানার সামসী ঘাসিরাম মোড়ে কর্তব্যরত অবস্থায় এক পথচারীর কুড়িয়ে পাওয়া ৫,৪০০ টাকা ফিরিয়ে দিলেন চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে। শুক্রবার সকাল দশটা নাগাদ মোটর ভেহিকেলস চেকিং এর কাজ করছিলেন চন্দনবাবু। ডিউটি করার সময় তিনি দেখতে পান একটি কাগজে মোড়া ছোট্ট একটা বান্ডিল রাস্তায় পড়ে রয়েছে। সেটি রাস্তা থেকে উঠিয়ে তিনি দেখতে পান কাগজে মোড়া রয়েছে পাঁচ হাজার চারশত টাকা।  তিনি আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করে মালিকের হদিশ না পেয়ে ডিউটি করতে থাকেন। দুপুর বারোটা নাগাদ আশরাফ হোসেন নামে এক ব্যক্তি হারিয়ে যাওয়া টাকা গুলো তার বলে দাবি করেন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেই টাকা উক্ত ছাগল ব্যবসায়ীর হাতে তুলে দেন ট্রাফিক ওসি। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder