১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চিনের লাল চোখ, একবছর সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক করল তাইওয়ান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 99

 

পুবের কলম ওয়েবডেস্ক: তাইওয়ানে সামরিক বাহিনীতে কাজ করার মেয়াদ চার মাস থেকে বেড়ে এক বছর হচ্ছে। চিনের হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এমনটিই বলেছেন।এদিন এক সাংবাদিক সম্মেলন তিনি বলেন, শান্তি আকাশ থেকে নামবে না… তাইওয়ান কর্তৃত্ববাদী সম্প্রসারণের সম্মুখ পর্যায়ে রয়েছে। তবে এই নিয়ম চালু হবে ২০২৪ সাল থেকে।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক: ঘোষণা যোগীর

তাইওয়ানিজ় প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানিয়েছেন, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মানো সকল তাইওয়াননিজ় যুবকেই সামরিক পরিষেবা দিতে হবে। তিনি বলেন, “তাইওয়ানের বিরুদ্ধে চিনের হুমকি ক্রমে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। কেউ যুদ্ধ চায় না। কিন্তু দেশবাসীর শান্তি আকাশ থেকে পড়ে না।” একদিন আগেই তাইওয়ানের দিকে ৭১টি যুদ্ধবিমান এবং ৭টি রণতরী পাঠিয়েছে চিন বলে, দাবি করেছিল তাইওয়ানিজ় সরকার। পরের দিনই এই সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুন: বেনজির ঘটনা! এক বছরে ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন ইলন মাস্ক

আগেই তাইওয়ানিজ় যুবদের চারমাসের জন্য সেনায় যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে যে দ্রুততায় চিনের হুমকি বাড়ছে, তাতে এই সময়টা যথেষ্ট নয় বলে জানিয়েছেন সাই ইং ওয়েন। তিনি বলেছেন, “যেভাব অতি দ্রুত প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলে যাচ্ছে, তাতে চার মাসের সামরিক পরিষেবা যথেষ্ট নয়। আমরা ২০২৪ সাল থেকে ১ বছরের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক করতে চলেছি।” বস্তুত, সামরিক শাসনে থাকাকালীন তাইওয়ানে ১ বছরের সামরিক পরিষেবা বাধ্যতামূলক ছিল। সেই সময়ে নাগরিকদের মধ্যে এই বিধি নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। তবে, সাম্প্রতিক সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে, দেশের অন্তত দুই তৃতীয়াংশ মানুষ মনে করেন, ১ বছরের সামরিক পরিষেবার বিধি ফিরিয়ে আনা উচিত।

আরও পড়ুন: রঙ দিয়ে যায় চেনা’ চলুন ঘুরে আসি বিশ্বের একমাত্র রামধনু গ্রাম থেকে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনের লাল চোখ, একবছর সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক করল তাইওয়ান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: তাইওয়ানে সামরিক বাহিনীতে কাজ করার মেয়াদ চার মাস থেকে বেড়ে এক বছর হচ্ছে। চিনের হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এমনটিই বলেছেন।এদিন এক সাংবাদিক সম্মেলন তিনি বলেন, শান্তি আকাশ থেকে নামবে না… তাইওয়ান কর্তৃত্ববাদী সম্প্রসারণের সম্মুখ পর্যায়ে রয়েছে। তবে এই নিয়ম চালু হবে ২০২৪ সাল থেকে।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক: ঘোষণা যোগীর

তাইওয়ানিজ় প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানিয়েছেন, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মানো সকল তাইওয়াননিজ় যুবকেই সামরিক পরিষেবা দিতে হবে। তিনি বলেন, “তাইওয়ানের বিরুদ্ধে চিনের হুমকি ক্রমে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। কেউ যুদ্ধ চায় না। কিন্তু দেশবাসীর শান্তি আকাশ থেকে পড়ে না।” একদিন আগেই তাইওয়ানের দিকে ৭১টি যুদ্ধবিমান এবং ৭টি রণতরী পাঠিয়েছে চিন বলে, দাবি করেছিল তাইওয়ানিজ় সরকার। পরের দিনই এই সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুন: বেনজির ঘটনা! এক বছরে ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন ইলন মাস্ক

আগেই তাইওয়ানিজ় যুবদের চারমাসের জন্য সেনায় যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে যে দ্রুততায় চিনের হুমকি বাড়ছে, তাতে এই সময়টা যথেষ্ট নয় বলে জানিয়েছেন সাই ইং ওয়েন। তিনি বলেছেন, “যেভাব অতি দ্রুত প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলে যাচ্ছে, তাতে চার মাসের সামরিক পরিষেবা যথেষ্ট নয়। আমরা ২০২৪ সাল থেকে ১ বছরের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক করতে চলেছি।” বস্তুত, সামরিক শাসনে থাকাকালীন তাইওয়ানে ১ বছরের সামরিক পরিষেবা বাধ্যতামূলক ছিল। সেই সময়ে নাগরিকদের মধ্যে এই বিধি নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। তবে, সাম্প্রতিক সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে, দেশের অন্তত দুই তৃতীয়াংশ মানুষ মনে করেন, ১ বছরের সামরিক পরিষেবার বিধি ফিরিয়ে আনা উচিত।

আরও পড়ুন: রঙ দিয়ে যায় চেনা’ চলুন ঘুরে আসি বিশ্বের একমাত্র রামধনু গ্রাম থেকে