তাজমহলে লাগু হল কোভিড বিধি,করোনা পরীক্ষা ছাড়া মিলবেনা প্রবেশাধিকার
- আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 43
পুবের কলম ওয়েবডেস্ক: ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা আতঙ্ক। চিনে সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭। দেশেও এই নয়া ভ্যারিয়েন্টের সন্ধান মেলার পরে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়ে গিয়েছে। বলবৎ হচ্ছে করোনা বিধি। এবার সেই আওতায় নিয়ে আসা হল তাজমহলকেও। আগ্রা জেলার স্বাস্থ্যদফতরের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে করোনা পরীক্ষা ছাড়া এই হেরিটেজ সাইটটিতে মিলবেনা প্রবেশাধিকার।
জেলা স্বাস্থ্য আধিকারিক অনিল সৎসঙ্গী, জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন। সেই জন্যই দর্শনার্থীদের করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা পরীক্ষার পরেই প্রবেশ করা যাবে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধটিতে। জেলা স্বাস্থ্যআধিকারিক আরও জানিয়েছেন তাজমহলে দিনভর দেশ- বিদেশের পর্যটকরা আসেন। তাই এই সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হত। উল্লেখ্য সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-এ আক্রান্ত তিনজনের সন্ধান ইতিমধ্যেই মিলেছে। গুজরাতে দুজন এবং ওড়িশাতে একজন আক্রান্ত বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ এর ধাক্কায় কাবু চিন। হুহু করে বাড়ছে সংক্রমণ। তা ঠেকাতেই নেওয়া হয়েছে জিরো কোভিড নীতি। ২০১৯ এর একদম শেষে এইভাবেই চিন থেকে সারা বিশ্ব পরিচিত হয়েছিল কোভিড ১৯ শব্দটির সঙ্গে। এর পরবর্তী দুবছরে করোনা অতিমারির জেরে বিপর্যস্ত হয়েছে গোটা বিশ্বের আর্থ-সামাজিক পরিকাঠামো। লকডাউন,সামাজিক দূরত্ব এইসব শব্দগুলি জড়িয়ে গিয়েছে জনজীবনের সঙ্গে। মাস্ক, স্যানিটাইজার মানব জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। ২০২০ সালের সেই দুঃসহ স্মৃতি যেন আবার ফিরে এল।