০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পজিটিভ হওয়ার দুদিন পর হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 71

পুবের কলম, ওয়েবডেস্ক:   করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। করোনা পরীক্ষার দু’দিন পরে হাসপাতালে ভর্তি করা হল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। হাসপাতাল এক বিবৃতি দিয়ে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ১২ জুলাই করোনা পরীক্ষা হয় মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন: ফের অসুস্থ সনিয়া, ভর্তি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল

মঙ্গলবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই একটি ট্যুইট করে স্ট্যালিন জানান, ‘তিনি করোনা আক্রান্ত হয়েছেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই খুব দুর্বল লাগছে। সকলে মাস্ক পরুন ও ভ্যাকসিন নিয়ে নিন’।

আরও পড়ুন: রাজ্যের ক্ষমতা বৃদ্ধিতে কমিটি গঠন স্ট্যালিনের

উল্লেখ্য, গত ১১ তারিখ একটি বিয়ে বাড়িতে যান স্ট্যালিন৷ সেখানে বহু লোকের সংস্পর্শে আসেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের মুখে মাস্ক দেখা যায়নি। গত ৮ ও ৯ জুলাই সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তিরুভান্নামালাই গিয়েছিলেন স্ট্যালিন৷ সেখানেও বহু মানুষের জমায়েত হয়েছিল। সেদিনও স্ট্যালিনকে মাস্ক ছাড়াই দেখা যায়। তবে মুখ্যমন্ত্রীর স্ট্যালিন করোনা আক্রান্ত পর থেকেই তাঁর সংস্পর্শে আসা আধিকারিকরা নিভৃতাবাসে চলে গিয়েছেন।

আরও পড়ুন: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ৬ রাউন্ড গুলি, বোমা, গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে

উল্লেখ্য, মাস্ক না পরার জন্য রাজ্যে ২০০ টাকা জরিমানার নির্দেশ দেয় সরকার৷ সামাজিক দূরত্ব না মানলে ৫০০ টাকা জরিমানা। তবে বেশিরভাগ সময়েই রাজনৈতিক দলের নেতা-নেত্রী সহ মুখ্যমন্ত্রীকে মাস্ক ছাড়াই দেখা গেছে দলীয় অনুষ্ঠান থেকে জমায়েতে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা পজিটিভ হওয়ার দুদিন পর হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:   করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। করোনা পরীক্ষার দু’দিন পরে হাসপাতালে ভর্তি করা হল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। হাসপাতাল এক বিবৃতি দিয়ে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ১২ জুলাই করোনা পরীক্ষা হয় মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন: ফের অসুস্থ সনিয়া, ভর্তি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল

মঙ্গলবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই একটি ট্যুইট করে স্ট্যালিন জানান, ‘তিনি করোনা আক্রান্ত হয়েছেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই খুব দুর্বল লাগছে। সকলে মাস্ক পরুন ও ভ্যাকসিন নিয়ে নিন’।

আরও পড়ুন: রাজ্যের ক্ষমতা বৃদ্ধিতে কমিটি গঠন স্ট্যালিনের

উল্লেখ্য, গত ১১ তারিখ একটি বিয়ে বাড়িতে যান স্ট্যালিন৷ সেখানে বহু লোকের সংস্পর্শে আসেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের মুখে মাস্ক দেখা যায়নি। গত ৮ ও ৯ জুলাই সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তিরুভান্নামালাই গিয়েছিলেন স্ট্যালিন৷ সেখানেও বহু মানুষের জমায়েত হয়েছিল। সেদিনও স্ট্যালিনকে মাস্ক ছাড়াই দেখা যায়। তবে মুখ্যমন্ত্রীর স্ট্যালিন করোনা আক্রান্ত পর থেকেই তাঁর সংস্পর্শে আসা আধিকারিকরা নিভৃতাবাসে চলে গিয়েছেন।

আরও পড়ুন: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ৬ রাউন্ড গুলি, বোমা, গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে

উল্লেখ্য, মাস্ক না পরার জন্য রাজ্যে ২০০ টাকা জরিমানার নির্দেশ দেয় সরকার৷ সামাজিক দূরত্ব না মানলে ৫০০ টাকা জরিমানা। তবে বেশিরভাগ সময়েই রাজনৈতিক দলের নেতা-নেত্রী সহ মুখ্যমন্ত্রীকে মাস্ক ছাড়াই দেখা গেছে দলীয় অনুষ্ঠান থেকে জমায়েতে।