২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ১৭ বছর পর বাংলাদেশে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান

 

অবশেষে ১৭ বছর পর বাংলাদেশে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এতদিন তিনি যুক্তরাজ্যে ছিলেন।
বৃহস্পতিবার দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বাংলাদেশের মাটি স্পর্শ করে।
বাংলাদেশ সময় রাত ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এই ফ্লাইট। একই বিমানে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থানের পর তিনি সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুরের পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। পরে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন। তারেক রহমানের আগমন ঘিরে বাংলাদেশজুড়ে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

অবশেষে ১৭ বছর পর বাংলাদেশে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে ১৭ বছর পর বাংলাদেশে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার

 

অবশেষে ১৭ বছর পর বাংলাদেশে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এতদিন তিনি যুক্তরাজ্যে ছিলেন।
বৃহস্পতিবার দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বাংলাদেশের মাটি স্পর্শ করে।
বাংলাদেশ সময় রাত ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এই ফ্লাইট। একই বিমানে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থানের পর তিনি সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুরের পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। পরে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন। তারেক রহমানের আগমন ঘিরে বাংলাদেশজুড়ে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।