১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কের জন্য নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি তাইয়েপ এরদোগানের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্কঃ  তুরস্কের জন্য একটি নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই সংবিধান দেশের সবাইকে এবং সব কিছুকে অন্তর্ভুক্ত করবে। পাশাপাশি তিনি তুরস্ককে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির একটিতে পরিণত করার ঘোষণাও করেছেন।

আঙ্কারায় তুরস্কের মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান বলেন, ‘আমরা তুরস্কের জন্য একটি দারুণ অসামরিক সংবিধান রচনায় একত্রে কাজ করব।’

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রজাতন্ত্রের দ্বিতীয় শতকে একটি অসামরিক, উদার ও অন্তর্ভুক্তিমূলক সংবিধানের যাত্রা শুরু করতে চাই। আমাদের সংবিধান সবকিছুকেই অন্তর্ভুক্ত করবে।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

এ সময় এরদোগান দেশবাসীকে স্মরণ করিয়ে দেন, ১৯৮০ সালের অভ্যুত্থানের পর দেশটির সামরিকবাহিনী কীভাবে তুরস্কের সংবিধানকে প্রভাবিত করেছিল এবং ঠিক কী কারণে দেশ পিছিয়ে পড়েছিল।  প্রেসিডেন্ট ব্যবস্থার প্রশংসা করে এরদোগান বলেন, আমাদের জাতি বিগত নির্বাচনে পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তুরস্ক ২০১৭ সালের গণভোটের পর প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা চালু করেছে।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কের জন্য নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি তাইয়েপ এরদোগানের

আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  তুরস্কের জন্য একটি নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই সংবিধান দেশের সবাইকে এবং সব কিছুকে অন্তর্ভুক্ত করবে। পাশাপাশি তিনি তুরস্ককে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির একটিতে পরিণত করার ঘোষণাও করেছেন।

আঙ্কারায় তুরস্কের মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান বলেন, ‘আমরা তুরস্কের জন্য একটি দারুণ অসামরিক সংবিধান রচনায় একত্রে কাজ করব।’

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রজাতন্ত্রের দ্বিতীয় শতকে একটি অসামরিক, উদার ও অন্তর্ভুক্তিমূলক সংবিধানের যাত্রা শুরু করতে চাই। আমাদের সংবিধান সবকিছুকেই অন্তর্ভুক্ত করবে।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

এ সময় এরদোগান দেশবাসীকে স্মরণ করিয়ে দেন, ১৯৮০ সালের অভ্যুত্থানের পর দেশটির সামরিকবাহিনী কীভাবে তুরস্কের সংবিধানকে প্রভাবিত করেছিল এবং ঠিক কী কারণে দেশ পিছিয়ে পড়েছিল।  প্রেসিডেন্ট ব্যবস্থার প্রশংসা করে এরদোগান বলেন, আমাদের জাতি বিগত নির্বাচনে পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তুরস্ক ২০১৭ সালের গণভোটের পর প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা চালু করেছে।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে