০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এগারোটার আগেই ঢুকতে হবে, স্কুলে  কড়া দাওয়াই শিক্ষকদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 59

পুবের কলম প্রতিবেদকঃ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাজিরায় এবার কড়া দাওয়াই দিল শিক্ষা দফতর। ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফে হাজিরা সহ ২২ দফা আচরণবিধি জারি করা হয়েছে। ইতিমধ্যে সেই আচরণ বিধি সমস্ত স্কুলগুলিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে পাঠানো হচ্ছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে স্কুলে না ঢুকলে তা ‘হাফ ডে’ গণ্য করা হবে। সকাল ১১টা ৫ মিনিটের পরে গেলে সেদিনের জন্য শিক্ষককে ‘অনুপস্থিত’ বলে গণ্য করা হবে। তাছাড়া বিকেল সাড়ে চারটের আগে কোনও শিক্ষক স্কুল ছেড়ে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

আরও পড়ুন: যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে SSC ভবনের সামনে বিক্ষোভ

এদিকে নির্দেশিকায় ফের বলা হয়েছে, টিউশন বা কোনও ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা। শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের মতো শিক্ষকরাও ক্লাসরুমে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। তাছাড়া শিক্ষকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবস স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের অংশ নেওয়া বাধ্যতামূলক। তাছাড়া ষষ্ঠ থেকে দশমের তৃতীয় সামেটিভ পরীক্ষা শেষেও ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষকদের।

আরও পড়ুন: এ বছর  ১৫৩ জন শিক্ষক-শিক্ষিকাকে দেওয়া হবে শিক্ষারত্ন

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এগারোটার আগেই ঢুকতে হবে, স্কুলে  কড়া দাওয়াই শিক্ষকদের

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাজিরায় এবার কড়া দাওয়াই দিল শিক্ষা দফতর। ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফে হাজিরা সহ ২২ দফা আচরণবিধি জারি করা হয়েছে। ইতিমধ্যে সেই আচরণ বিধি সমস্ত স্কুলগুলিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে পাঠানো হচ্ছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে স্কুলে না ঢুকলে তা ‘হাফ ডে’ গণ্য করা হবে। সকাল ১১টা ৫ মিনিটের পরে গেলে সেদিনের জন্য শিক্ষককে ‘অনুপস্থিত’ বলে গণ্য করা হবে। তাছাড়া বিকেল সাড়ে চারটের আগে কোনও শিক্ষক স্কুল ছেড়ে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

আরও পড়ুন: যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে SSC ভবনের সামনে বিক্ষোভ

এদিকে নির্দেশিকায় ফের বলা হয়েছে, টিউশন বা কোনও ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা। শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের মতো শিক্ষকরাও ক্লাসরুমে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। তাছাড়া শিক্ষকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবস স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের অংশ নেওয়া বাধ্যতামূলক। তাছাড়া ষষ্ঠ থেকে দশমের তৃতীয় সামেটিভ পরীক্ষা শেষেও ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষকদের।

আরও পড়ুন: এ বছর  ১৫৩ জন শিক্ষক-শিক্ষিকাকে দেওয়া হবে শিক্ষারত্ন