বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা রওনা হতে পারে টিম ইন্ডিয়া
- আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার
- / 14
পুবের কলম ওয়েবডেস্কঃ বিরাট কোহলিকে ভারতীয় দলের ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে দেশের ক্রিকেট যখন উত্তাল,তখন ওমিক্রন সংক্রমনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। সফরের টেস্ট দল ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরু হচ্ছে বিরাট কোহলিদের। জানা গিয়েছে ১৬ ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য রওনা হতে পারে টিম ইন্ডিয়া। তবে তার আগে মুম্বইয়ে বায়ো-বাবলে থাকতে হবে কোহলি– রোহিতদের।
টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। তাড়াতাড়ি একদিনের দলও জানানো হবে। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে শুরু হবে বক্সিং ডে টেস্ট। পরের দুটি টেস্ট যথাক্রমে ৩ এবং ১১ জানুয়ারি। এরপরে রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ১৬ ডিসেম্বর মুম্বই থেকে চার্টাড বিমানে দক্ষিণ আফ্রিকায় রওয়ানা হবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজের পরে ভারতীয় ক্রিকেটাররা ছুটির মধ্যেই রয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে ক্রিকেটারদের একসঙ্গে মিলিত হতে হবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। সেখানে কয়েকদিন বায়ো বাবলে থাকতে হবে ক্রিকেটারদের।
একই সঙ্গে জানা গিয়েছে– দক্ষিণ আফ্রিকা পৌছাঁনর পরে সিরিজ শেষ হওয়া পর্যন্ত মোট ৪৪ দিন সেখানে বায়ো বলয়ে কাটাতে হবে ভারতীয় দলকে। সেখানে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে– যাঁরা এক দিনের দলে রয়েছেন তারা ছাড়া দলের বাকি সদস্যরা দেশে ফিরে আসবেন।