০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চোখে দাঁত গজিয়েছে, বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল

মারুফা খাতুন
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
  • / 184

পুবের কলম ওয়েবডেস্ক : বিহারের পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ঘটেছে এক বিরল ঘটনা। আসলে চিকিৎসা বিজ্ঞানেরই এক বিরল ঘটনা। বিহারের সিওয়ান জেলার ৪২ বছর বয়সি এক ব্যক্তির ডান  চোখে দাঁত গজিয়েছিল। শুনতে অস্বাভাবিকভাবে লাগলেও, এটাই সত্যি। আর সমস্যায় একেবারে নাজেহাল ছিলেন ওই ব্যক্তি।

গত ১১ অগাস্ট তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। প্রথমে ওই রোগীর দাঁতে রক্তপাতের সমস্যা দেখা দিয়েছিল। প্রথমে দাঁতে যন্ত্রণার সাথে রক্ত পড়তে থাকে। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েও গিয়েছিলেন। কিন্তু চলতি বছরের মার্চে আবার সমস্যা দেখা দেয়। এমনকি তার দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং মাথাব্যথা, মাথা ঘোরা ও ক্লান্তি দেখা দেয়। পরে সিবিসিটি স্ক্যান করে জানা যায়, তার চোখের নিচের অংশে দাঁত গজিয়েছে।

আরও পড়ুন: ২ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘Bone Glue’ আবিষ্কার চিনের বিজ্ঞানীদের

হাসপাতালের ওএমআর বিভাগের প্রধান ডা. নিম্মি সিং জানিয়েছেন, এটি বিকাশজনিত ত্রুটি। শিশু গর্ভাবস্থায় থাকাকালীন দাঁত  স্বাভাবিক স্থানে না তৈরী হলে তা অন্যত্র চলে গেলে এমন সমস্যা দেখা ভবিষ্যতে দেখা দিতে পারে। আর এটি এতটাই বিরল ঘটনা যে সচরাচর ঘটে না। এই দাঁতটি চোখের ম্যাক্সিলারি সাইনাসে গিয়ে বিস্তার করেছিল। যারফলে শরীর এটিকে ফরেন বডি হিসেবে ধরে নিয়ে  চারপাশে সিস্ট তৈরি করে।

আরও পড়ুন: অস্ত্রোপচার সফল, দ্রুত সুস্থ হয়ে উঠছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

এতে রোগীর মুখে ফোলাভাব এবং চোয়ালের হাড় ক্রমশ ক্ষয় হতে থাকে। ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. প্রিয়ঙ্কর সিং  মুখের ভেতর দিয়ে অস্ত্রোপচার করেন। প্রায় ১০–১২টি সেলাইয়ের পর দাঁত ও সিস্ট সফলভাবে অপারেশন করা হয়। যদিও রোগীর দাঁতের সংখ্যায় কোনো ঘাটতি ছিল না। কারণ এটি ছিল সুপারনিউমারারি একটি দাঁত। ভারতে হাতে গোনা এরকম কয়েকটি মাত্র ঘটনার নজির পাওয়া গেছে।

আরও পড়ুন: নেলং-এ প্রথম দেখা মিলল বিরল বাদামি ভালুক, এলাকায় চাঞ্চল্য

বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, ভবিষ্যতে আবার দাঁত  গজানোর কোনও সম্ভাবনা নেই। তবে আর যাতে কোনপ্রকার সংক্রমণ না হয় তাই সিস্টের অবশিষ্ট অংশ অপারেশনের পর পুড়িয়ে দেওয়া হয়েছে। আপাতভাবে অস্ত্রোপচারের পর রোগী ধীরে ধীরে স্বাভাবিক  জীবনে ফিরছেন। এখন তার দৃষ্টিশক্তি আগের মতোই রয়েছে। আর  চিকিৎসার এই ফলাফলে তিনি সন্তুষ্ট।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোখে দাঁত গজিয়েছে, বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিহারের পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ঘটেছে এক বিরল ঘটনা। আসলে চিকিৎসা বিজ্ঞানেরই এক বিরল ঘটনা। বিহারের সিওয়ান জেলার ৪২ বছর বয়সি এক ব্যক্তির ডান  চোখে দাঁত গজিয়েছিল। শুনতে অস্বাভাবিকভাবে লাগলেও, এটাই সত্যি। আর সমস্যায় একেবারে নাজেহাল ছিলেন ওই ব্যক্তি।

গত ১১ অগাস্ট তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। প্রথমে ওই রোগীর দাঁতে রক্তপাতের সমস্যা দেখা দিয়েছিল। প্রথমে দাঁতে যন্ত্রণার সাথে রক্ত পড়তে থাকে। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েও গিয়েছিলেন। কিন্তু চলতি বছরের মার্চে আবার সমস্যা দেখা দেয়। এমনকি তার দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং মাথাব্যথা, মাথা ঘোরা ও ক্লান্তি দেখা দেয়। পরে সিবিসিটি স্ক্যান করে জানা যায়, তার চোখের নিচের অংশে দাঁত গজিয়েছে।

আরও পড়ুন: ২ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘Bone Glue’ আবিষ্কার চিনের বিজ্ঞানীদের

হাসপাতালের ওএমআর বিভাগের প্রধান ডা. নিম্মি সিং জানিয়েছেন, এটি বিকাশজনিত ত্রুটি। শিশু গর্ভাবস্থায় থাকাকালীন দাঁত  স্বাভাবিক স্থানে না তৈরী হলে তা অন্যত্র চলে গেলে এমন সমস্যা দেখা ভবিষ্যতে দেখা দিতে পারে। আর এটি এতটাই বিরল ঘটনা যে সচরাচর ঘটে না। এই দাঁতটি চোখের ম্যাক্সিলারি সাইনাসে গিয়ে বিস্তার করেছিল। যারফলে শরীর এটিকে ফরেন বডি হিসেবে ধরে নিয়ে  চারপাশে সিস্ট তৈরি করে।

আরও পড়ুন: অস্ত্রোপচার সফল, দ্রুত সুস্থ হয়ে উঠছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

এতে রোগীর মুখে ফোলাভাব এবং চোয়ালের হাড় ক্রমশ ক্ষয় হতে থাকে। ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. প্রিয়ঙ্কর সিং  মুখের ভেতর দিয়ে অস্ত্রোপচার করেন। প্রায় ১০–১২টি সেলাইয়ের পর দাঁত ও সিস্ট সফলভাবে অপারেশন করা হয়। যদিও রোগীর দাঁতের সংখ্যায় কোনো ঘাটতি ছিল না। কারণ এটি ছিল সুপারনিউমারারি একটি দাঁত। ভারতে হাতে গোনা এরকম কয়েকটি মাত্র ঘটনার নজির পাওয়া গেছে।

আরও পড়ুন: নেলং-এ প্রথম দেখা মিলল বিরল বাদামি ভালুক, এলাকায় চাঞ্চল্য

বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, ভবিষ্যতে আবার দাঁত  গজানোর কোনও সম্ভাবনা নেই। তবে আর যাতে কোনপ্রকার সংক্রমণ না হয় তাই সিস্টের অবশিষ্ট অংশ অপারেশনের পর পুড়িয়ে দেওয়া হয়েছে। আপাতভাবে অস্ত্রোপচারের পর রোগী ধীরে ধীরে স্বাভাবিক  জীবনে ফিরছেন। এখন তার দৃষ্টিশক্তি আগের মতোই রয়েছে। আর  চিকিৎসার এই ফলাফলে তিনি সন্তুষ্ট।