০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
এবার বিহারে নির্দল প্রার্থী হয়ে লড়বেন লালু-পুত্র

বিহার নির্বাচন: এবার লালুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বড় ছেলে তেজের

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
  • / 180

বিহার নির্বাচন:দল থেকে তাড়িয়েছিলেন বাবা

 

পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন বিহার নির্বাচন। কোমর বেঁধে মাঠে নেমেছে শাসক-বিরোধীদল। নিত্যদিন নতুন নতুন রাজনৈতিক টুইস্টের দেখা মিলছে সে রাজ্যে। এবার শোনা যাচ্ছে, লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব আসন্ন নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শনিবার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তেজ । মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই জানা গেছে।

আরও পড়ুন: Bihar elections: অমিত শাহ ও নীতীশের বৈঠক

এদিন তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেন। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেজ বলেন, “চাচা (নীতীশ) এইবার আর মুখ্যমন্ত্রী হবেন না। তবে যারা সরকার গঠন করবে, যদি তারা যুব সমাজ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কথা বলে তাহলে তেজপ্রতাপ যাদব তাদের পাশে দাঁড়াবেন।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের

তিনি আরও বলেন, মানুষ আমার পাশে আছেন। ‘টিম তেজপ্রতাপ যাদব’ নামে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে প্রচুর মানুষ যুক্ত হচ্ছেন। ইতিমধ্যেই ফেসবুকের জন্য নতুন স্লোগানও তৈরি করেন তিনি।

আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেশ কিছুদিন আগেই আরজেডি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। মূলত বাবার নির্দেশেই দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তখন থেকেই নিজের অন্য পরিচয় বানাতে উঠেপড়ে লাগে তেজ। জনমানসে নিজের পরিচিতি বাড়াতে ইতিমধ্যেই নিজের কেন্দ্রে সভা-সমিতি করছেন তেজ। জনসংযোগও করেছেন।

উল্লেখ্য, তেজপ্রতাপকে গত ২৫ মে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন তাঁর বাবা এবং আরজেডির প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব । একদিন আগে অর্থাৎ ২৪ জুলাই তেজপ্রতাপ ফেসবুকে একটি পোস্টে নিজেকে এক মহিলার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। পরে অবশ্য তিনি পোস্টটি ডিলিট করে দেন। বলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপর “দায়িত্বজ্ঞানহীন আচরণ”- এর অভিযোগ তুলে তাঁকে একরকম পরিবার থেকেও বিচ্ছিন্ন ঘোষণা করেন। যদিও তিনি সরজন্ত্রের শিকার  বলেই বারবার বলে এসেছেন। দায়ী করেছেন ‘জয়চাঁদ’দের।

প্রসঙ্গত, লালুপ্রসাদ এবং রাবড়ি দেবীর সন্তানদের মধ্যে তেজস্বী ও তেজপ্রতাপ দুই ভাইই সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন।  ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজনীতির ময়দানে পা ফেলেন তেজ। ইতিমধ্যেই  দু’বার বিধায়ক হওয়ার পাশাপাশি দু’টি মন্ত্রিত্বও সামলেছেন তিনি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বিহারে নির্দল প্রার্থী হয়ে লড়বেন লালু-পুত্র

বিহার নির্বাচন: এবার লালুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বড় ছেলে তেজের

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার

বিহার নির্বাচন:দল থেকে তাড়িয়েছিলেন বাবা

 

পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন বিহার নির্বাচন। কোমর বেঁধে মাঠে নেমেছে শাসক-বিরোধীদল। নিত্যদিন নতুন নতুন রাজনৈতিক টুইস্টের দেখা মিলছে সে রাজ্যে। এবার শোনা যাচ্ছে, লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব আসন্ন নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শনিবার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তেজ । মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই জানা গেছে।

আরও পড়ুন: Bihar elections: অমিত শাহ ও নীতীশের বৈঠক

এদিন তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেন। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেজ বলেন, “চাচা (নীতীশ) এইবার আর মুখ্যমন্ত্রী হবেন না। তবে যারা সরকার গঠন করবে, যদি তারা যুব সমাজ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কথা বলে তাহলে তেজপ্রতাপ যাদব তাদের পাশে দাঁড়াবেন।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের

তিনি আরও বলেন, মানুষ আমার পাশে আছেন। ‘টিম তেজপ্রতাপ যাদব’ নামে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে প্রচুর মানুষ যুক্ত হচ্ছেন। ইতিমধ্যেই ফেসবুকের জন্য নতুন স্লোগানও তৈরি করেন তিনি।

আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেশ কিছুদিন আগেই আরজেডি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। মূলত বাবার নির্দেশেই দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তখন থেকেই নিজের অন্য পরিচয় বানাতে উঠেপড়ে লাগে তেজ। জনমানসে নিজের পরিচিতি বাড়াতে ইতিমধ্যেই নিজের কেন্দ্রে সভা-সমিতি করছেন তেজ। জনসংযোগও করেছেন।

উল্লেখ্য, তেজপ্রতাপকে গত ২৫ মে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন তাঁর বাবা এবং আরজেডির প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব । একদিন আগে অর্থাৎ ২৪ জুলাই তেজপ্রতাপ ফেসবুকে একটি পোস্টে নিজেকে এক মহিলার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। পরে অবশ্য তিনি পোস্টটি ডিলিট করে দেন। বলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপর “দায়িত্বজ্ঞানহীন আচরণ”- এর অভিযোগ তুলে তাঁকে একরকম পরিবার থেকেও বিচ্ছিন্ন ঘোষণা করেন। যদিও তিনি সরজন্ত্রের শিকার  বলেই বারবার বলে এসেছেন। দায়ী করেছেন ‘জয়চাঁদ’দের।

প্রসঙ্গত, লালুপ্রসাদ এবং রাবড়ি দেবীর সন্তানদের মধ্যে তেজস্বী ও তেজপ্রতাপ দুই ভাইই সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন।  ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজনীতির ময়দানে পা ফেলেন তেজ। ইতিমধ্যেই  দু’বার বিধায়ক হওয়ার পাশাপাশি দু’টি মন্ত্রিত্বও সামলেছেন তিনি।