০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নবী (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে জামিন পেলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক : নবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন তেলেঙ্গানা বিজেপি বিধায়ক টি রাজা সিং। এর পরেই হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করে তাকে। আর গ্রেফতারের কয়েকঘন্টা পরেই জামিন পেলেন তিনি। এই ঘটনায় মঙ্গলবার মধ্যরাত থেকে হায়দরাবাদজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপূর শর্মার পর বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের পয়গম্বর নিয়ে অবমাননাকর মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দেয়। চাপে পড়ে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। এদিন তাকে দল থেকে বহিষ্কার করা ঠিক হয়নি বলেও সোচ্চার হয়েছেন টি রাজা সিং।

দলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করায় আগামী ১০ দিনের মধ্যে উত্তর চেয়ে টি রাজার কাছে একটি নোটিশ পাঠিয়ে কৈফিয়ৎ তলব করেছে বিজেপি।

রাজা ‘টাইগার’ সিং দুবারের বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। সোমবার পয়গম্বর, ইসলাম নিয়ে তাকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। তার একটি দশ মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির ধর্ম, তার মা এবং নবীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন টি রাজা। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। হায়দরাবাদ পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু তার গ্রেফতারের কয়েকঘন্টার মধ্যেই তার জামিন মঞ্জুর করে স্থানীয় আদালত। বিজেপি বিধায়ক টি রাজাকে জামিন দেওয়া নিয়ে হায়দরাবাদের পুরনো শহরে বিক্ষোভ শুরু হয়।

এদিকে জামিন পাওয়ার পরেই রাজা সিংয়ের অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা সকলেই রাজাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অন্যদিকে রাজা সিংয়ের মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান তোলে প্রতিবাদীরা। জামিনের প্রতিবাদে ক্রমশই উত্তেজনা বাড়তে থাকে। হায়দরাবাদের চারমিনার সহ পুরনো শহরে কাছে বিশাল সংখ্যক মানুষের জমায়েত হয়ে বিক্ষোভ চলে। রাতভর ধরে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভের জেরে পুরনো শহরের বহু রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এছাড়া শালিবান্দা, মোগলপুরা, খিলওয়াটসহ শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

প্রতিবাদীরা এদিন প্রশ্ন তোলেন এটা কি এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, একা নূপুর শর্মাকে দিয়ে হচ্ছিল না, আরেকজন বিধায়ক নবী (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন। মানুষ চোখে জল নিয়ে প্রশ্ন করেন, কেন তারা নবী (সা.) সম্পর্কে এমন কথা বলছে? আমাদের দাবি বিজেপির এই সব করা এবার বন্ধ করুক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে জামিন পেলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক : নবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন তেলেঙ্গানা বিজেপি বিধায়ক টি রাজা সিং। এর পরেই হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করে তাকে। আর গ্রেফতারের কয়েকঘন্টা পরেই জামিন পেলেন তিনি। এই ঘটনায় মঙ্গলবার মধ্যরাত থেকে হায়দরাবাদজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপূর শর্মার পর বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের পয়গম্বর নিয়ে অবমাননাকর মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দেয়। চাপে পড়ে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। এদিন তাকে দল থেকে বহিষ্কার করা ঠিক হয়নি বলেও সোচ্চার হয়েছেন টি রাজা সিং।

দলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করায় আগামী ১০ দিনের মধ্যে উত্তর চেয়ে টি রাজার কাছে একটি নোটিশ পাঠিয়ে কৈফিয়ৎ তলব করেছে বিজেপি।

রাজা ‘টাইগার’ সিং দুবারের বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। সোমবার পয়গম্বর, ইসলাম নিয়ে তাকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। তার একটি দশ মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির ধর্ম, তার মা এবং নবীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন টি রাজা। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। হায়দরাবাদ পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু তার গ্রেফতারের কয়েকঘন্টার মধ্যেই তার জামিন মঞ্জুর করে স্থানীয় আদালত। বিজেপি বিধায়ক টি রাজাকে জামিন দেওয়া নিয়ে হায়দরাবাদের পুরনো শহরে বিক্ষোভ শুরু হয়।

এদিকে জামিন পাওয়ার পরেই রাজা সিংয়ের অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা সকলেই রাজাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অন্যদিকে রাজা সিংয়ের মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান তোলে প্রতিবাদীরা। জামিনের প্রতিবাদে ক্রমশই উত্তেজনা বাড়তে থাকে। হায়দরাবাদের চারমিনার সহ পুরনো শহরে কাছে বিশাল সংখ্যক মানুষের জমায়েত হয়ে বিক্ষোভ চলে। রাতভর ধরে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভের জেরে পুরনো শহরের বহু রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এছাড়া শালিবান্দা, মোগলপুরা, খিলওয়াটসহ শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

প্রতিবাদীরা এদিন প্রশ্ন তোলেন এটা কি এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, একা নূপুর শর্মাকে দিয়ে হচ্ছিল না, আরেকজন বিধায়ক নবী (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন। মানুষ চোখে জল নিয়ে প্রশ্ন করেন, কেন তারা নবী (সা.) সম্পর্কে এমন কথা বলছে? আমাদের দাবি বিজেপির এই সব করা এবার বন্ধ করুক।