০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় বার্তা টেনিস তারকা সানিয়া মির্জার

চামেলি দাস
  • আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বুধবার সকালে সংবাদ মাধ্যমের কাছে তথ্য পেশ করেন বিদেশসচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। সেই মুহূর্তের ছবি ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করে সানিয়া একটি বার্তা দেন। সাংবাদিক ফায়ে ডিসুজার পোস্ট সানিয়া নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন। ‘অপারেশন সিঁদুর’-এর দুই অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং বিদেশ সচিব বিক্রম মিশ্রির দুই পাশে বসে রয়েছেন। আর ছবির উপরে লেখা, “এই ছবিটা অত্যন্ত অর্থবহ, যা বুঝিয়ে দেয় আমরা কোন দেশে বাস করি।”

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৫ জন পর্যটক-সহ একজন স্থানীয় বাসিন্দা। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কাউকে রেয়াত করা হবে না। সঠিক সময় যোগ্য জবাব দেওয়া হবে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। অপারেশন সিঁদুর নিয়ে বিবৃতি দেন কর্নেল সোফিয়া ও ব্যোমিকা। দু’জনকে নিয়ে চলছে চর্চা। সেই আবহে এই বার্তাটি দেন ক্রিকেটার শোয়েব মালিকের প্রাক্তন ঘরণী সানিয়া মির্জা। যা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ ট্রেডমার্ক নিয়ে ঢোঁক গিলল আম্বানি

 

আরও পড়ুন: ফের সাংবাদিক বৈঠক বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং

আরও পড়ুন: বৃহস্পতিবার দেশজুড়ে বাতিল চারশোরও বেশি বিমান, বন্ধ ২৭টি বিমানবন্দর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় বার্তা টেনিস তারকা সানিয়া মির্জার

আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বুধবার সকালে সংবাদ মাধ্যমের কাছে তথ্য পেশ করেন বিদেশসচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। সেই মুহূর্তের ছবি ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করে সানিয়া একটি বার্তা দেন। সাংবাদিক ফায়ে ডিসুজার পোস্ট সানিয়া নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন। ‘অপারেশন সিঁদুর’-এর দুই অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং বিদেশ সচিব বিক্রম মিশ্রির দুই পাশে বসে রয়েছেন। আর ছবির উপরে লেখা, “এই ছবিটা অত্যন্ত অর্থবহ, যা বুঝিয়ে দেয় আমরা কোন দেশে বাস করি।”

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৫ জন পর্যটক-সহ একজন স্থানীয় বাসিন্দা। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কাউকে রেয়াত করা হবে না। সঠিক সময় যোগ্য জবাব দেওয়া হবে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। অপারেশন সিঁদুর নিয়ে বিবৃতি দেন কর্নেল সোফিয়া ও ব্যোমিকা। দু’জনকে নিয়ে চলছে চর্চা। সেই আবহে এই বার্তাটি দেন ক্রিকেটার শোয়েব মালিকের প্রাক্তন ঘরণী সানিয়া মির্জা। যা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ ট্রেডমার্ক নিয়ে ঢোঁক গিলল আম্বানি

 

আরও পড়ুন: ফের সাংবাদিক বৈঠক বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং

আরও পড়ুন: বৃহস্পতিবার দেশজুড়ে বাতিল চারশোরও বেশি বিমান, বন্ধ ২৭টি বিমানবন্দর