মঙ্গলকোটের শোলাশিল্প গ্রাম বনকাপাসিতে ভয়াবহ আগুন

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 115
পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসি গ্রামের একটি বাড়ি। গ্রামটির সিংহভাগ বাসিন্দা শোলা শিল্পের সঙ্গে যুক্ত। ওই গ্রাম থেকেই মালাকার পরিবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। রবিবার রাতে ঘটনাটি ঘটে। ওই সময় জগদ্ধাত্রী পুজোর অর্ডারের জন্য সোলার কাজ চলছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় ধূপ দেওয়া হয়। এই আগুন প্রথমে সোলার কাজকরা সরঞ্জামে লাগে। তারপর দ্রুত গতিতে বাড়িতে পড়ে। সমস্ত শোলার কাজ পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে সমস্ত জিনিসপত্র, গৃহপালিত পশু, জমির দলিল, দামি ডকুমেন্ট সহ সমস্ত কিছু পুড়ে যায়। প্রতিবেশীরা নেভানোর চেষ্টা করলেও আগুনে তীব্রতা বেশি থাকায় সম্ভব হয়নি।
দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে প্রায় ১০ লক্ষ টাকার মতন সোলার কাজে অর্ডার ছিল, সেই সমস্ত কাজ নষ্ট হয়ে যায়। ওই বাড়ির কর্তা জটাই মাঝি জানান, উপার্যনের যা কিছু ছিল, সব নষ্ট হয়ে গিয়েছে। এখনও করব কী, সেই চিন্তায় আছি। প্রশাসনের কাছেও ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছি।
এদিকে এই ঘটনার খবর পেয়ে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি ঘটনাস্থলে যান। পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। ওই গ্রামের বাসিন্দা এবং কৈচর–২ অঞ্চল (বনকাপাসি) সভাপতি রাঘব চন্দ্র ঘোষ জানান, দুস্থ পরিবার। শোলা শিল্পের কাজের উপরই নির্ভর। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। গ্রামের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি বিধায়ক সবরকম সহযোগিতার পাশাপাশি ঘরের ব্যবস্থার জন্য বলেছেন।