১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গি হামলায় পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি

মারুফা খাতুন
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক : ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকিতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের অদূরেই এক দেওয়ালে ওড়িয়া ও ইংরেজি ভাষায় লেখা ভয়ঙ্কর বার্তা ঘিরে আতঙ্কে স্থানীয়রা। বার্তায় দেখা গিয়েছে, জঙ্গি হামলায় ধ্বংস করা হবে জগন্নাথদেবের এই মন্দির। সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দিয়ে স্থানীয়দের যোগাযোগের আহ্বান জানানো পর্যন্তও হয়েছে।

শুধু তাই নয়, মন্দিরের কাছাকাছি সুসজ্জিত এলাকায় একাধিক লাইট ও লাইটপোস্ট ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বেশ কয়েকটি দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন উঠছে, সিসিটিভি ও কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল। প্রতিদিন টহলরত নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: জগন্নাথ মন্দিরের পূজাচারের কপিরাইট নিচ্ছে ওড়িশা সরকার

এর আগেও কয়েকবার, জগন্নাথ মন্দিরকে ঘিরে একাধিক বিতর্ক ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে মন্দিরের পতাকা ঈগলের নিয়ে উড়ে যাওয়া, রথযাত্রায় চরম অব্যবস্থা, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি সব ক্ষেত্রেই পুলিশের নিরাপত্তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন সেবায়েতদের একাংশ। তাঁদের অভিযোগ, হাই সিকিউরিটি জোন হওয়া সত্ত্বেও মন্দিরের নিরাপত্তায় বারংবার গাফিলতি কেন।

আরও পড়ুন: জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দুই পুলিশ অফিসার সাসপেন্ড

ওড়িশা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা এই হুমকির বার্তা লিখেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: জয়নগর ও বহড়ুতে তৈরী হচ্ছে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জঙ্গি হামলায় পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি

আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকিতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের অদূরেই এক দেওয়ালে ওড়িয়া ও ইংরেজি ভাষায় লেখা ভয়ঙ্কর বার্তা ঘিরে আতঙ্কে স্থানীয়রা। বার্তায় দেখা গিয়েছে, জঙ্গি হামলায় ধ্বংস করা হবে জগন্নাথদেবের এই মন্দির। সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দিয়ে স্থানীয়দের যোগাযোগের আহ্বান জানানো পর্যন্তও হয়েছে।

শুধু তাই নয়, মন্দিরের কাছাকাছি সুসজ্জিত এলাকায় একাধিক লাইট ও লাইটপোস্ট ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বেশ কয়েকটি দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন উঠছে, সিসিটিভি ও কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল। প্রতিদিন টহলরত নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: জগন্নাথ মন্দিরের পূজাচারের কপিরাইট নিচ্ছে ওড়িশা সরকার

এর আগেও কয়েকবার, জগন্নাথ মন্দিরকে ঘিরে একাধিক বিতর্ক ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে মন্দিরের পতাকা ঈগলের নিয়ে উড়ে যাওয়া, রথযাত্রায় চরম অব্যবস্থা, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি সব ক্ষেত্রেই পুলিশের নিরাপত্তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন সেবায়েতদের একাংশ। তাঁদের অভিযোগ, হাই সিকিউরিটি জোন হওয়া সত্ত্বেও মন্দিরের নিরাপত্তায় বারংবার গাফিলতি কেন।

আরও পড়ুন: জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দুই পুলিশ অফিসার সাসপেন্ড

ওড়িশা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা এই হুমকির বার্তা লিখেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: জয়নগর ও বহড়ুতে তৈরী হচ্ছে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ