পুলিশ এবং চাকরিপ্রার্থীদের ধ্বস্তাধস্তি
TET 2022 candidate: নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, বিধানসভার সামনে তুমুল উত্তেজনা
- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 180
পুবের কলম,ওয়েবডেস্ক: ধর্মতলা চত্বরে ২০২২ সালের টেট উত্তীর্ণদের (TET 2022 candidate) বিক্ষোভ। নিয়োগের দাবিতেই এই জমায়েত। বিধানসভার সামনে চাকরিপ্রার্থী-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতেই মূলত বিক্ষোভ।
সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এক চাকরিপ্রার্থীদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টেট পাশ করে বসে আছেন তিনি সহ অনেকেই। তবে এখনও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। কবে ইন্টারভিউ হবে, মূলত সেই প্রশ্নকে সামনে রেখেই আজকের এই জমায়েত ও বিক্ষোভ।
আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়
উল্লেখ্য, ধর্মাতলা চত্বর এদিনের জমায়তের (TET 2022 candidate) কেন্দ্রস্থল হলেও ধীরে ধীরে বিধানসভার দিকে এগোতে থাকেন চাকরিপ্রার্থীরা। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে বিধানসভার দিকে ছুটতে থাকেন তারা। আন্দোলনকারীদের রুখতে পিছনে ছুটতে থাকে পুলিশও। একপর্যায়ে বিধানসভার সামনে বিক্ষোভকারী-পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। আপাতত বিধানসভার সামনে গিয়ে বসে আছেন চাকরিপ্রার্থীরা।
এদিকে এই ধস্তাধস্তির মাঝে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। এদিকে বিক্ষোভ তুলতে নারাজ তারা। একটাই দাবি, আজই নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। না হলে রাজপথ ছাড়বেন না তারা।

































