০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

 নির্ভয়া কাণ্ডের ১০ বছর দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ২৬.৫ শতাংশ

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 58

পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনা  পার করল ১০ বছর। ২০১২ এর ১৬ ডিসেম্বর রাতে দিল্লির এক প্যারামেডিকেলের ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করে ছ’জন মিলে। এই ছ’জন প্রথমে ওই ছাত্রীর বন্ধুকে মেরে অজ্ঞান করে দেয়। তার পর তরুণীকে বাসের পিছনে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । ভিতরে যখন এই চরম নির্যাতন চলছে, তখন বাসটি চলছিল রাজধানীর রাস্তায়। প্রায় এক ঘণ্টা পর নির্ভয়া ও তার বন্ধুর মৃত্যু হয়েছে ভেবে তাঁদের চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় দিল্লির রাস্তায়। সেই প্রথম এমন একটি ধর্ষণের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল।

 

আরও পড়ুন: ইউপিএসসিতে মুসলিমদের সাফল্যের হার নিম্নগামী, বলছে পরিসংখ্যান

এই নৃশংসতার পরে পরিবর্তন হয়েছে আইন। কিন্তু তাতে কমেছে কি মেয়েদের উপর নির্যাতন ? এই ঘটনার পর দেশের তামাম নারী সমাজের কাছে নির্ভয়া নামটি এক প্রতিবাদের প্রতীক হয়ে গিয়েছে।  তবে তাতে দেশে নারী নির্যাতন কমেনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৪ লক্ষ ২৮ হাজার ২৭৮টি নারীঘটিত অপরাধ ঘটেছে। ২০২০ সালের থেকে যা ৫৬ হাজারেরও বেশি। আর ২০১২ সালে যে বছর নির্ভয়াকে ধর্ষণ করা হয়েছিল, সে বছর সংখ্যাটি ছিল ২ লক্ষ ৪৪ হাজার ২৭০।

আরও পড়ুন: হুইল চেয়ারের গতি দেখল ডুয়ার্স – হার মানল প্রতিবন্ধকতা, জানতে গেলে পড়তে হবে!

 

আরও পড়ুন: করোনা পরীক্ষার হার বাড়ানোর দিকে জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানী দিল্লিতে গতবছর প্রতিদিন ২ জন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এনসিআরবির রেকর্ড অনুযায়ী দিল্লি মেয়েদের পক্ষে সবথেকে বিপজ্জনক মেট্রো শহর। ২০২১ সালে শুধুমাত্র দিল্লিতেই ১৩ হাজার ৮৯২টি নারীঘটিত অপরাধ হয়েছে। নারীঘটিত অপরাধের মধ্যে শুধুমাত্র ধর্ষণই ৭.৬ শতাংশ। এগুলি কেবল থানায় দায়ের হওয়া অভিযোগ ।  লজ্জা, অপমান ও ভয়ে পুলিশের কাছে না যাওয়ায় অপরাধের মোট পরিসংখ্যান সামনে আসছে না। নির্ভয়ার মা আশাদেবী বলেন, গত ১০ বছরে কোনও বদল আসেনি। বাবা বদ্রিনাথ সিং বলেন, আজও মেয়েরা নিরাপদ নয়। অপরাধীরা নির্ভয়েই অপরাধ করে চলেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 নির্ভয়া কাণ্ডের ১০ বছর দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ২৬.৫ শতাংশ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনা  পার করল ১০ বছর। ২০১২ এর ১৬ ডিসেম্বর রাতে দিল্লির এক প্যারামেডিকেলের ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করে ছ’জন মিলে। এই ছ’জন প্রথমে ওই ছাত্রীর বন্ধুকে মেরে অজ্ঞান করে দেয়। তার পর তরুণীকে বাসের পিছনে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । ভিতরে যখন এই চরম নির্যাতন চলছে, তখন বাসটি চলছিল রাজধানীর রাস্তায়। প্রায় এক ঘণ্টা পর নির্ভয়া ও তার বন্ধুর মৃত্যু হয়েছে ভেবে তাঁদের চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় দিল্লির রাস্তায়। সেই প্রথম এমন একটি ধর্ষণের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল।

 

আরও পড়ুন: ইউপিএসসিতে মুসলিমদের সাফল্যের হার নিম্নগামী, বলছে পরিসংখ্যান

এই নৃশংসতার পরে পরিবর্তন হয়েছে আইন। কিন্তু তাতে কমেছে কি মেয়েদের উপর নির্যাতন ? এই ঘটনার পর দেশের তামাম নারী সমাজের কাছে নির্ভয়া নামটি এক প্রতিবাদের প্রতীক হয়ে গিয়েছে।  তবে তাতে দেশে নারী নির্যাতন কমেনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৪ লক্ষ ২৮ হাজার ২৭৮টি নারীঘটিত অপরাধ ঘটেছে। ২০২০ সালের থেকে যা ৫৬ হাজারেরও বেশি। আর ২০১২ সালে যে বছর নির্ভয়াকে ধর্ষণ করা হয়েছিল, সে বছর সংখ্যাটি ছিল ২ লক্ষ ৪৪ হাজার ২৭০।

আরও পড়ুন: হুইল চেয়ারের গতি দেখল ডুয়ার্স – হার মানল প্রতিবন্ধকতা, জানতে গেলে পড়তে হবে!

 

আরও পড়ুন: করোনা পরীক্ষার হার বাড়ানোর দিকে জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানী দিল্লিতে গতবছর প্রতিদিন ২ জন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এনসিআরবির রেকর্ড অনুযায়ী দিল্লি মেয়েদের পক্ষে সবথেকে বিপজ্জনক মেট্রো শহর। ২০২১ সালে শুধুমাত্র দিল্লিতেই ১৩ হাজার ৮৯২টি নারীঘটিত অপরাধ হয়েছে। নারীঘটিত অপরাধের মধ্যে শুধুমাত্র ধর্ষণই ৭.৬ শতাংশ। এগুলি কেবল থানায় দায়ের হওয়া অভিযোগ ।  লজ্জা, অপমান ও ভয়ে পুলিশের কাছে না যাওয়ায় অপরাধের মোট পরিসংখ্যান সামনে আসছে না। নির্ভয়ার মা আশাদেবী বলেন, গত ১০ বছরে কোনও বদল আসেনি। বাবা বদ্রিনাথ সিং বলেন, আজও মেয়েরা নিরাপদ নয়। অপরাধীরা নির্ভয়েই অপরাধ করে চলেছে।