০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৌনতা ভঙ্গ করলেন অভিনেতা, কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে জবাব দিলেন সোনু সুদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 27

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা অতিমারি থেকে পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানো নিয়ে বার বার তাকে গেছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। বলা যায় অসহায় মানুষদের মসিহা তিনি। সেই সোনু সুদের নামেই ওঠেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ। মৌনভঙ্গ করে এবার কুৎসার জবাব দিলেন সোনু সুদ। সোমবার, ট্যুইট করে সোনু জানান, ‘সব সময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলে সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উৎসর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়। চেষ্টা করছি, অন্তত একজনের প্রাণও যেন বাঁচাতে পারি’।

সোনু সুদের মুম্বই, লখনৌ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরগ্রামে তাঁর একাধিক সম্পত্তিতে তল্লাশি চালানো হয়। এরপর গত সপ্তাহে সোনুর বিভিন্ন দফতরে আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে সোনু ও তার সহকর্মীদের বিরুদ্ধে।

আরও পড়ুন: মণিপুরে মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় সরব বলিউড, সোচ্চার অক্ষয় কুমার, কিয়ারা থেকে সোনু সুদ

কিছুদিন আগে সোনু সুদ রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন ওঠে। সোনু এর জবাবে বলেন, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে ভালো আছেন। সোনু অপর একটি ট্যুইটে লেখেন, ‘নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৌনতা ভঙ্গ করলেন অভিনেতা, কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে জবাব দিলেন সোনু সুদ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা অতিমারি থেকে পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানো নিয়ে বার বার তাকে গেছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। বলা যায় অসহায় মানুষদের মসিহা তিনি। সেই সোনু সুদের নামেই ওঠেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ। মৌনভঙ্গ করে এবার কুৎসার জবাব দিলেন সোনু সুদ। সোমবার, ট্যুইট করে সোনু জানান, ‘সব সময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলে সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উৎসর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়। চেষ্টা করছি, অন্তত একজনের প্রাণও যেন বাঁচাতে পারি’।

সোনু সুদের মুম্বই, লখনৌ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরগ্রামে তাঁর একাধিক সম্পত্তিতে তল্লাশি চালানো হয়। এরপর গত সপ্তাহে সোনুর বিভিন্ন দফতরে আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে সোনু ও তার সহকর্মীদের বিরুদ্ধে।

আরও পড়ুন: মণিপুরে মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় সরব বলিউড, সোচ্চার অক্ষয় কুমার, কিয়ারা থেকে সোনু সুদ

কিছুদিন আগে সোনু সুদ রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন ওঠে। সোনু এর জবাবে বলেন, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে ভালো আছেন। সোনু অপর একটি ট্যুইটে লেখেন, ‘নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।’