০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মারিওপোল শহরে প্রকৃত প্রাণহানির সংখ্যা জানা গেল না এখনও

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রাণের ভয়ে পালিয়ে আশ্রয় নেওয়া ইউক্রেনের মারিওপোল শহরে অন্তত ২ হাজার চারশো মানুষের প্রাণহানি হয়েছে। এমনটাই দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়া হামলা শুরুর পর থেকে শহরটিতে বহু ইউক্রেনীয় মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এই প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে দাবি করা হয়েছে। উল্লেখ্য,  মারিওপোল শহরের একটি থিয়েটারে বোমা হামলা  চালায় রাশিয়া। ওই থিয়েটারে এক হাজার থেকে ১২০০ মানুষ আশ্রয় নিয়েছিল। বোমা হামলার প্রাণহানির ঘটনা ঘটে। ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন শতাধিক সাধারণ মানুষ। তাঁদের উপর রাশিয়া বিমান হামলা করেছে বলে অভিযোগ ইউক্রেনের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

আর্ন্তজাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন।

মারিওপোলের কর্মকর্তারা বলছেন, এ হামলার আগে অন্তত এক হাজার বেসামরিক নাগরিক ওই নাট্যশালায় আশ্রয় নিয়েছিল। তবে হামলায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ট্যুইটারে একটি ভবনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মারিওপোলে আবার ভয়ংকর যুদ্ধাপরাধের ঘটনা ঘটল। একটি নাট্যশালায় শত শত নিরপরাধ মানুষ আশ্রয় নিয়েছিল। সেখানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

ইউক্রেনের মাইকোলাইভ শহরের মেয়র সেনকেভিচ এই ধবংসলীলাকে রুশ নাৎসিবাদ বলে ব্যাখ্যা করেন’।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারিওপোল শহরে প্রকৃত প্রাণহানির সংখ্যা জানা গেল না এখনও

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রাণের ভয়ে পালিয়ে আশ্রয় নেওয়া ইউক্রেনের মারিওপোল শহরে অন্তত ২ হাজার চারশো মানুষের প্রাণহানি হয়েছে। এমনটাই দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়া হামলা শুরুর পর থেকে শহরটিতে বহু ইউক্রেনীয় মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এই প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে দাবি করা হয়েছে। উল্লেখ্য,  মারিওপোল শহরের একটি থিয়েটারে বোমা হামলা  চালায় রাশিয়া। ওই থিয়েটারে এক হাজার থেকে ১২০০ মানুষ আশ্রয় নিয়েছিল। বোমা হামলার প্রাণহানির ঘটনা ঘটে। ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন শতাধিক সাধারণ মানুষ। তাঁদের উপর রাশিয়া বিমান হামলা করেছে বলে অভিযোগ ইউক্রেনের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

আর্ন্তজাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন।

মারিওপোলের কর্মকর্তারা বলছেন, এ হামলার আগে অন্তত এক হাজার বেসামরিক নাগরিক ওই নাট্যশালায় আশ্রয় নিয়েছিল। তবে হামলায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ট্যুইটারে একটি ভবনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মারিওপোলে আবার ভয়ংকর যুদ্ধাপরাধের ঘটনা ঘটল। একটি নাট্যশালায় শত শত নিরপরাধ মানুষ আশ্রয় নিয়েছিল। সেখানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

ইউক্রেনের মাইকোলাইভ শহরের মেয়র সেনকেভিচ এই ধবংসলীলাকে রুশ নাৎসিবাদ বলে ব্যাখ্যা করেন’।