০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অনাথআশ্রমের মধ্যেই ২ বছর ধরে নাবালিকা ধর্ষণে গ্রেফতার আশ্রমের প্রশাসক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 96

ধৃত পূর্ণানন্দ সরস্বতী

পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে অনাথ আশ্রমের মধ্যেই এক নাবালিকাকে টানা দুবছর ধরে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় রাজ্যের ভাইজাগ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৬৪ বছর বয়সী স্বামী পূর্ণানন্দ সরস্বতী ওরফে স্বামী প্রেমানন্দ ওই আশ্রমের প্রশাসক।
পুলিশ সূত্রে খবর, ১৫ বছরের এক নাবালিকাকে টানা দু’বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার উপরে। গত ১৩ জুন কিশোরীটি আচমকা আশ্রম থেকে উধাও হয়ে যায়। পরে নির্যাতিতা ১৫ জুন বিজয়ওয়াড়ায় দিশা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বিশাখাপত্তনমের ভেঙ্কোজির জ্ঞানানন্দ আশ্রমের প্রশাসক পূর্ণানন্দ সরস্বতীকে গ্রেফতার করা হয়।

ভাইজাগের অ্যাসিস্যান্ট পুলিশ কমিশনার (দিশা থানা) সিএইচ বিবেকানন্দ জানান, নির্যাতিতা নাবালিকার উপর দিনের পর দিন শারীরিক অত্যাচার চালানো ছাড়াও দুবছর ধরে তাকে ধর্ষণ করত পূর্ণানন্দ সরস্বতী। নির্যাতিতা কোনও রকমে লুকিয়ে আশ্রম থেকে পালিয়ে বিজয়ওয়াড়ায় দিশা থানায় এসে অভিযোগ দায়ের করে। শৈশবেই বাবা-মা হারায় ওই নাবালিকা। তার দিদা তাকে গত দু বছর আগে এই অনাথ আশ্রমে রেখে যান।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

সিএইচ বিবেকানন্দ জানিয়েছেন, পূর্ণানন্দ সরস্বতীকে গ্রেফতার করে পকসো আইনে মামলা শুরু হয়েছে।  জানা গেছে, অভিযুক্তে বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়। এর আগে ২০১২ সালের অক্টোবর মাসে আশ্রমে এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ভাইজাগ সিটি পুলিশ পূর্ণানন্দ সরস্বতীকে গ্রেফতার করেছিল।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

 

আরও পড়ুন: বারুইপুরে ধৃত বাংলাদেশি মহিলা



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনাথআশ্রমের মধ্যেই ২ বছর ধরে নাবালিকা ধর্ষণে গ্রেফতার আশ্রমের প্রশাসক

আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে অনাথ আশ্রমের মধ্যেই এক নাবালিকাকে টানা দুবছর ধরে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় রাজ্যের ভাইজাগ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৬৪ বছর বয়সী স্বামী পূর্ণানন্দ সরস্বতী ওরফে স্বামী প্রেমানন্দ ওই আশ্রমের প্রশাসক।
পুলিশ সূত্রে খবর, ১৫ বছরের এক নাবালিকাকে টানা দু’বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার উপরে। গত ১৩ জুন কিশোরীটি আচমকা আশ্রম থেকে উধাও হয়ে যায়। পরে নির্যাতিতা ১৫ জুন বিজয়ওয়াড়ায় দিশা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বিশাখাপত্তনমের ভেঙ্কোজির জ্ঞানানন্দ আশ্রমের প্রশাসক পূর্ণানন্দ সরস্বতীকে গ্রেফতার করা হয়।

ভাইজাগের অ্যাসিস্যান্ট পুলিশ কমিশনার (দিশা থানা) সিএইচ বিবেকানন্দ জানান, নির্যাতিতা নাবালিকার উপর দিনের পর দিন শারীরিক অত্যাচার চালানো ছাড়াও দুবছর ধরে তাকে ধর্ষণ করত পূর্ণানন্দ সরস্বতী। নির্যাতিতা কোনও রকমে লুকিয়ে আশ্রম থেকে পালিয়ে বিজয়ওয়াড়ায় দিশা থানায় এসে অভিযোগ দায়ের করে। শৈশবেই বাবা-মা হারায় ওই নাবালিকা। তার দিদা তাকে গত দু বছর আগে এই অনাথ আশ্রমে রেখে যান।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

সিএইচ বিবেকানন্দ জানিয়েছেন, পূর্ণানন্দ সরস্বতীকে গ্রেফতার করে পকসো আইনে মামলা শুরু হয়েছে।  জানা গেছে, অভিযুক্তে বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়। এর আগে ২০১২ সালের অক্টোবর মাসে আশ্রমে এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ভাইজাগ সিটি পুলিশ পূর্ণানন্দ সরস্বতীকে গ্রেফতার করেছিল।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

 

আরও পড়ুন: বারুইপুরে ধৃত বাংলাদেশি মহিলা