বাইডেনের স্বাক্ষরে অস্ত্র নিয়ন্ত্রণ বিল হল আইন

- আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
- / 125
পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করেছেন। তাঁর স্বাক্ষরের মাধ্যমে তিন দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলটি আইনে পরিণত হল। মার্কিন প্রতিনিধি পরিষদ দ্বি-দলীয় বন্দুক বিলটিকে অনুমোদন দেওয়ার একদিন পর গত বৃহস্পতিবার সেনেটে তা অনুমোদন লাভ করে।
পরে প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য তা পাঠানো হয়। বিলটি আইনে পরিণত হওয়ার মাধ্যমে ৩০ বছরের কংগ্রেসের নিষ্ক্রিয়তার অবসান ঘটল। বন্দুক নিয়ন্ত্রণ বিলটি ২৩৪-১৯৩ ভোটে নিম্ন কক্ষে পাস হয়। বলা হয়, এখন থেকে ২১ বছর বয়সী বন্দুক ক্রেতাদের জন্য ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। মানসিক স্বাস্থ্য পরিষেবার জন্য বিলিয়ন ডলার প্রদান করা হবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তি পাঁচ বছরের জন্য আগ্নেয়াস্ত্র কিনতে পারবে না।
শনিবার বিলে স্বাক্ষর করার আগে বাইডেন জানান, তিন দশক আগে পূর্ববর্তী বন্দুক আইন পাস হওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন এবং আইনটির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। বলেন, ‘আমি যা চাই তা হয়নি। তবে আমি এমন পদক্ষেপগুলোকে অন্তর্ভুক্ত করেছি, যা জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ।’ বাইডেন জানান, তিনি ১১ জুলাই হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। সেখানে কংগ্রেস সদস্যরা উপস্থিত থাকবেন এবং বন্দুক সহিংসতার শিকার ব্যক্তিরাও অংশ নিতে পারবেন। গত বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন সেনেটে অস্ত্র নিয়ন্ত্রণ বিলটি ৬৫-৩৩ ভোটে পাস হয়।