০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন’ এজলাসে বললেন  বিচারপতি  গঙ্গোপাধ্যায়

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 43

পুবের কলম  ওয়েব ডেস্কঃ ফের মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। সম্প্রতি তাঁর একটি মন্তব্য কার্যত বিতর্কের সৃষ্টি করেছিল। হুঁশিয়ারি দিয়ে বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় বলেছিলেন,  ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ সেই মন্তব্যের জন্য এদিন দুঃখপ্রকাশ করেছেন তিনি। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রশংসার সুর শোনা যায় তাঁর গলায়। এদিন প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে হালকা মেজাজে সরকারি আইনজীবী কে বিচারপতি বলেন,  ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন’। তাঁকে কেন খারাপ কথা বলবেন তিনি? বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

বিচারপতি এদিন এজলাসে জানান , ‘সেদিন ধেড়ে ইঁদুর বলেছিলেন সুব্রতদার (হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়) সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝতে পেরেছিলেন কেন বলেছেন। কিন্তু সেটা অন্য রকম ভাবে ধরা হয়েছে’। তবে যে মন্তব্য নিয়ে এত বিতর্ক সেটা নিয়ে বিচারপতি হেসে পর্ষদ আইনজীবীকে বলেন ,  ‘ ওরা আমাকে ওই সব বলতে বাধ্য করে’।  তবে তিনি কুণাল ঘোষের কথা খুব উপভোগ  করেন এমনও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বলেন , ‘কুণাল ঘোষের কথায় খুব আনন্দ পান। রোজই তাঁর বিরুদ্ধে কিছু না কিছু বলেন’।

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

 

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

এখন এ নিয়ে তিনি অতিরিক্ত মন্তব্য করতে চান না! সরকারি আইনজীবী  বিচারপতিকে জানান,  ‘তাঁর ( বিচারপতি)  কথার অন্য রকম মানে মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে’। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন,  ‘মিডিয়া অনেক ভালোবাসে তাঁকে’ । শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নানান মন্তব্য করেছেন। তবে তার কোনওটাই কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নয়। বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে হালকা মেজাজে সে কথা স্পষ্ট করে দিতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যকে জানালেন,-’ মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। তাঁকে কেন খারাপ কথা বলবেন তিনি?’ বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেন বিচারপতি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন’ এজলাসে বললেন  বিচারপতি  গঙ্গোপাধ্যায়

আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম  ওয়েব ডেস্কঃ ফের মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। সম্প্রতি তাঁর একটি মন্তব্য কার্যত বিতর্কের সৃষ্টি করেছিল। হুঁশিয়ারি দিয়ে বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় বলেছিলেন,  ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ সেই মন্তব্যের জন্য এদিন দুঃখপ্রকাশ করেছেন তিনি। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রশংসার সুর শোনা যায় তাঁর গলায়। এদিন প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে হালকা মেজাজে সরকারি আইনজীবী কে বিচারপতি বলেন,  ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন’। তাঁকে কেন খারাপ কথা বলবেন তিনি? বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

বিচারপতি এদিন এজলাসে জানান , ‘সেদিন ধেড়ে ইঁদুর বলেছিলেন সুব্রতদার (হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়) সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝতে পেরেছিলেন কেন বলেছেন। কিন্তু সেটা অন্য রকম ভাবে ধরা হয়েছে’। তবে যে মন্তব্য নিয়ে এত বিতর্ক সেটা নিয়ে বিচারপতি হেসে পর্ষদ আইনজীবীকে বলেন ,  ‘ ওরা আমাকে ওই সব বলতে বাধ্য করে’।  তবে তিনি কুণাল ঘোষের কথা খুব উপভোগ  করেন এমনও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বলেন , ‘কুণাল ঘোষের কথায় খুব আনন্দ পান। রোজই তাঁর বিরুদ্ধে কিছু না কিছু বলেন’।

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

 

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

এখন এ নিয়ে তিনি অতিরিক্ত মন্তব্য করতে চান না! সরকারি আইনজীবী  বিচারপতিকে জানান,  ‘তাঁর ( বিচারপতি)  কথার অন্য রকম মানে মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে’। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন,  ‘মিডিয়া অনেক ভালোবাসে তাঁকে’ । শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নানান মন্তব্য করেছেন। তবে তার কোনওটাই কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নয়। বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে হালকা মেজাজে সে কথা স্পষ্ট করে দিতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যকে জানালেন,-’ মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। তাঁকে কেন খারাপ কথা বলবেন তিনি?’ বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেন বিচারপতি।