৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবাস যোজনার বাড়ি ৯০ দিনের মধ্যে শেষ করার নিদেশ মুখ্য সচিবের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 99

পুবের কলম প্রতিবেদক:  আবাস যোজনার বাড়ি ৯০ দিনের মধ্যেই শেষ করতে হবে। সোমবার এমনই সময় বেধে দিলেন রাজ্যের মুখ্যসচিব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন  আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে   ৯০ দিনের মধ্যে। বছর শুরুতেই আবাস যোজনা নিয়ে সরকার সব থেকে বেশি যে গুরুত্ব দিতে চলেছে, তা সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, এদিন প্রায় দু’ঘণ্টা বিভিন্ন জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব।

বৈঠকে আবাস যোজনার ৮৯-রও বেশি বাড়ি অনুমোদন করার জন্য বিভিন্ন জেলাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যেই সব বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলতে হবে বলেও এই দিনের বৈঠকে কার্যত ডেড লাইন দিয়ে দিয়েছেন নবান্ন। এমনটাই খবর সূত্র মারফত। কোন জেলার কেমন পারফরম্যান্স সেই বিষয়ে বিস্তারিত তথ্য এদিন তুলে দেন মুখ্য সচিব জেলাশাসকদের সামনে।

আরও পড়ুন: মেয়াদ শেষ হচ্ছে ডিজি-মুখ্যসচিবের, রাজ্যের শীর্ষ পদে বড় রদবদলের সম্ভাবনা

তবে যে অনুমোদনগুলি এখনও দেওয়া হয়নি, সেগুলো যদি দ্রুত দিয়ে দেওয়া হয় সে বিষয়ে এই দিন নির্দেশ দেন মুখ্য সচিব। ৮০ শতাংশের নিচে অনুমোদন হয়েছে মুর্শিদাবাদ জেলায়। ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে কোচবিহার, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, মালদা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, নদিয়া,  উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। ৯১ থেকে ১০০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।

আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব

বৈঠকে চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্টেক হোল্ডারদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ই প্রশিক্ষণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যারা ইট প্রস্তুতকারক এবং যারা সরবরাহ করবেন, তাদের সঙ্গেও চলতি মাসের প্রথম সপ্তাহে বৈঠক করে গোটা রূপরেখা সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৯ জানুয়ারি থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট নবান্নকে দিতে হবে বলেও এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। পাশাপাশি প্রত্যেক মাসে আবাস সপ্তাহ পালন করতে হবে জেলাগুলিকে। ৯০ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ না শেষ হলে, রাজ্যের আবাস যোজনার অধীনে যে বাড়ি তৈরির সংখ্যা বরাদ্দ হয়েছে সেই কোটা অন্য রাজ্যকে দিয়ে দিতে পারে কেন্দ্র।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবাস যোজনার বাড়ি ৯০ দিনের মধ্যে শেষ করার নিদেশ মুখ্য সচিবের

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  আবাস যোজনার বাড়ি ৯০ দিনের মধ্যেই শেষ করতে হবে। সোমবার এমনই সময় বেধে দিলেন রাজ্যের মুখ্যসচিব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন  আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে   ৯০ দিনের মধ্যে। বছর শুরুতেই আবাস যোজনা নিয়ে সরকার সব থেকে বেশি যে গুরুত্ব দিতে চলেছে, তা সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, এদিন প্রায় দু’ঘণ্টা বিভিন্ন জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব।

বৈঠকে আবাস যোজনার ৮৯-রও বেশি বাড়ি অনুমোদন করার জন্য বিভিন্ন জেলাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যেই সব বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলতে হবে বলেও এই দিনের বৈঠকে কার্যত ডেড লাইন দিয়ে দিয়েছেন নবান্ন। এমনটাই খবর সূত্র মারফত। কোন জেলার কেমন পারফরম্যান্স সেই বিষয়ে বিস্তারিত তথ্য এদিন তুলে দেন মুখ্য সচিব জেলাশাসকদের সামনে।

আরও পড়ুন: মেয়াদ শেষ হচ্ছে ডিজি-মুখ্যসচিবের, রাজ্যের শীর্ষ পদে বড় রদবদলের সম্ভাবনা

তবে যে অনুমোদনগুলি এখনও দেওয়া হয়নি, সেগুলো যদি দ্রুত দিয়ে দেওয়া হয় সে বিষয়ে এই দিন নির্দেশ দেন মুখ্য সচিব। ৮০ শতাংশের নিচে অনুমোদন হয়েছে মুর্শিদাবাদ জেলায়। ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে কোচবিহার, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, মালদা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, নদিয়া,  উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। ৯১ থেকে ১০০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।

আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব

বৈঠকে চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্টেক হোল্ডারদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ই প্রশিক্ষণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যারা ইট প্রস্তুতকারক এবং যারা সরবরাহ করবেন, তাদের সঙ্গেও চলতি মাসের প্রথম সপ্তাহে বৈঠক করে গোটা রূপরেখা সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৯ জানুয়ারি থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট নবান্নকে দিতে হবে বলেও এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। পাশাপাশি প্রত্যেক মাসে আবাস সপ্তাহ পালন করতে হবে জেলাগুলিকে। ৯০ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ না শেষ হলে, রাজ্যের আবাস যোজনার অধীনে যে বাড়ি তৈরির সংখ্যা বরাদ্দ হয়েছে সেই কোটা অন্য রাজ্যকে দিয়ে দিতে পারে কেন্দ্র।