আগামী ২রা মার্চ ১০৮টি পুরসভার ভোটগণনা, বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন
- আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
- / 55
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ২রা মার্চ ১০৮টি পুরসভার ভোটগণনা।বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। স্ক্রুটিনির জন্য রাখা হয়েছে আরও একটি দিন।২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার দিন ঘোষণা করা হলেও, জানানো হয়নি গণনার দিন।
ইতিমধ্যেই মনোনয়ন জমা এবং প্রত্যাহার পর্ব শেষ। বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা না দেওয়ায় বেশ কয়েকটি পুরসভা ভোটের আগেই জিতে গিয়েছে শাসক দল তৃণমূল। অন্যগুলিতে চলছে জোরকদমে প্রচার। এই পরিস্থিতিতে ভোটগণনার দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।
ভোট ঘোষণার সঙ্গেই ফলপ্রকাশের দিন ঘোষণা করেননি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দত্ত। জানিয়েছিলেন পরে গণনার দিন জানানো হবে। শেষ পর্যন্ত বুধবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়ে দেয় আগামী ২ মার্চ হবে ভোটগণনা।ইতিমধ্যেই রাজ্যের চার পুরনিগমে দেখা গেছে সবুজ ঝড়। এবার ১০৮ পুরসভায় নির্বাচনী যুদ্ধের অপেক্ষা।
































