পুতিনকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ !

- আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার
- / 16
পুবের কলম,ওয়েবডেস্ক: আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইউক্রেন। তবে আগেভাগেই ড্রোনটি বিধ্বস্ত হওয়ায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইউক্রেন। এজন্য দেশটির নিরাপত্তা বাহিনী ১৭ কিলোগ্রাম বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন দিয়ে তাকে হত্যার পরিকল্পনা সাজায়। ইউক্রেনীয় অ্যাক্টিভিস্ট ইউরি রোমানেনকোর একটি টুইট তুলে ধরে বিল্ড আরও জানায়, গত রবিবার বিস্ফোরক বোঝাই ড্রোনটি দিয়ে হামলার চেষ্টা করা হয়। এর গন্তব্য ছিল মস্কোর কাছে নবনির্মিত শিল্প নগরী রুদনেভ। ওই দিনই রুদনেভ শিল্প-শহর পরিদর্শনে যাওয়ার কথা ছিল পুতিনের। কিন্তু মূল টার্গেট থেকে কয়েক মাইল দূরে থাকতেই ড্রোনটি বিধ্বস্ত হয়। ফলে কিয়েভের ওই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তবে বিল্ডের এই প্রতিবেদন সম্পর্কে কিয়েভ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।