২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লালবাতি ব্যবহার নিয়ে রাজ্যের হলফনামা চাইল আদালত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 34

পুবের কলম প্রতিবেদক: সরকারি নিয়মে মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া কেউই গাড়িতে লাল বা নীলবাতি ব্যবহার করতে পারেন না। কিন্তু আদতে তা হয় না। সম্প্রতি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়ি নিয়েই এই বিতর্কের সূত্রপাত। যা নিয়ে বিবৃতি দিয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই থেমে থাকেনি বিষয়টি। একেবারে আদালত পর্যন্ত পৌঁছেছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। যার প্রেক্ষিতে লালবাতির ব্যবহার নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট।

হাইকোর্ট সূত্রে খবর, রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। তার ২ সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেবে মামলার সঙ্গে যুক্ত অন্যরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুলাই।

আরও পড়ুন: বুথ পাহারা নয় সিভিক নয়, হলফনামায় জানালো রাজ্য নির্বাচন কমিশন

আরও পড়ুন: রিষড়ার হিংসা ঘটনায় অতিরিক্ত হলফনামা চাইল হাইকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লালবাতি ব্যবহার নিয়ে রাজ্যের হলফনামা চাইল আদালত

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: সরকারি নিয়মে মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া কেউই গাড়িতে লাল বা নীলবাতি ব্যবহার করতে পারেন না। কিন্তু আদতে তা হয় না। সম্প্রতি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়ি নিয়েই এই বিতর্কের সূত্রপাত। যা নিয়ে বিবৃতি দিয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই থেমে থাকেনি বিষয়টি। একেবারে আদালত পর্যন্ত পৌঁছেছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। যার প্রেক্ষিতে লালবাতির ব্যবহার নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট।

হাইকোর্ট সূত্রে খবর, রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। তার ২ সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেবে মামলার সঙ্গে যুক্ত অন্যরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুলাই।

আরও পড়ুন: বুথ পাহারা নয় সিভিক নয়, হলফনামায় জানালো রাজ্য নির্বাচন কমিশন

আরও পড়ুন: রিষড়ার হিংসা ঘটনায় অতিরিক্ত হলফনামা চাইল হাইকোর্ট