০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে আগামী ১৫ মার্চ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 49

পারিজাত মোল্লা: ফের অপেক্ষায় থাকতে হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদেরকে। সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকলেও আইনি জটিলতায় শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে এদিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের এজলাসের মামলার শুনানি শুরু হয়েছিল। তবে শুনানির শুরুতেই বিচারপতিরা বলেন, ‘রাজ্য সরকার যে আবেদন জানিয়েছে তাতে ত্রুটি রয়েছে’।

আইনি জটিলতায় ফের পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার  শুনানি। গত ডিসেম্বরের পর সোমবার সুপ্রিম কোর্টে  রাজ্যের ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা প্রায় দু’মাস তা পিছিয়ে গেল।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

এদিন সুপ্রিম কোর্টের  তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে’। জানা গিয়েছে, ডিএ মামলায় রাজ্যের তরফে যে আবেদন করা হয়েছিল তাতে কোনও ত্রুটি ছিল। সেই কারণে শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই ত্রুটি সংশোধন করে রাজ্যকে ফের একবার আবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এদিন।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

সূত্রে প্রকাশ, রাজ্যের তরফে  আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এদিন। তারপরেও মামলার কোর্ট ফি দিতে পারল না রাজ্য সরকারের আইনজীবী। আর তাতেই পিছোল এদিনকার  ডিএ মামলার শুনানি। ডিএ ইস্যুতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে হেরে যায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। এরপর রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে আগামী ১৫ মার্চ

আপডেট : ১৬ জানুয়ারী ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা: ফের অপেক্ষায় থাকতে হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদেরকে। সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকলেও আইনি জটিলতায় শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে এদিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের এজলাসের মামলার শুনানি শুরু হয়েছিল। তবে শুনানির শুরুতেই বিচারপতিরা বলেন, ‘রাজ্য সরকার যে আবেদন জানিয়েছে তাতে ত্রুটি রয়েছে’।

আইনি জটিলতায় ফের পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার  শুনানি। গত ডিসেম্বরের পর সোমবার সুপ্রিম কোর্টে  রাজ্যের ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা প্রায় দু’মাস তা পিছিয়ে গেল।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

এদিন সুপ্রিম কোর্টের  তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে’। জানা গিয়েছে, ডিএ মামলায় রাজ্যের তরফে যে আবেদন করা হয়েছিল তাতে কোনও ত্রুটি ছিল। সেই কারণে শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই ত্রুটি সংশোধন করে রাজ্যকে ফের একবার আবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এদিন।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

সূত্রে প্রকাশ, রাজ্যের তরফে  আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এদিন। তারপরেও মামলার কোর্ট ফি দিতে পারল না রাজ্য সরকারের আইনজীবী। আর তাতেই পিছোল এদিনকার  ডিএ মামলার শুনানি। ডিএ ইস্যুতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে হেরে যায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। এরপর রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা