০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরলে বিরিয়ানি খেয়ে মৃত্যু তরুণীর, তদন্তের নির্দেশ খোদ রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 66

পুবের কলম ওয়েব ডেস্ক: অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু। এমনটাই অভিযোগ তুলেছে মৃতার পরিবার। মৃতা তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী। ঘটনাটি ঘটেছে কেরলের কাসরগডের কাছে পেরুমবালা এলাকায়। ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্নাটকের ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ৬ দিন চিকিৎসাধীন ছিল অঞ্জু।তারপর শনিবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খাবারে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জু। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর অঞ্জুর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর গত ৩১ ডিসেম্বর রোম্যান্সিয়া নামে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে কুঝিমান্থী (বিরিয়ানির স্থানীয় নাম) অর্ডার করে খেয়েছিলেন তিনি। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর সেখান থেকে পরে কর্নাটকের ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তরুণীর। শনিবার সকালে তার মৃত্যু  হয়। এ ঘটনায় মেয়েটির বাবা-মা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখে খাদ্য নিরাপত্তা কমিশনারকে একটি প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশনা জারি করতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের জেলাশাসক ঘটনাটি এবং মেয়েটির চিকিৎসার বিষয়টিও খতিয়ে দেখছেন।”

তিনি বলেন, ফুড সেফটি অ্যান্ড  স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে যেসব হোটেলের খাবারে বিষক্রিয়ার অভিযোগ রয়েছে তাদের লাইসেন্স বাতিল করা হবে। তবে এই ঘটনা প্রথম নয় চলতি সপ্তাহের শুরুতেই কোঝিকোড়ের একটি স্থানীয় রেস্তোরাঁ থেকে খাবার খাবার পর কোট্টায়াম মেডিকেল কলেজের একজন নার্সের মৃত্যু হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলে বিরিয়ানি খেয়ে মৃত্যু তরুণীর, তদন্তের নির্দেশ খোদ রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু। এমনটাই অভিযোগ তুলেছে মৃতার পরিবার। মৃতা তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী। ঘটনাটি ঘটেছে কেরলের কাসরগডের কাছে পেরুমবালা এলাকায়। ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্নাটকের ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ৬ দিন চিকিৎসাধীন ছিল অঞ্জু।তারপর শনিবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খাবারে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জু। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর অঞ্জুর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর গত ৩১ ডিসেম্বর রোম্যান্সিয়া নামে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে কুঝিমান্থী (বিরিয়ানির স্থানীয় নাম) অর্ডার করে খেয়েছিলেন তিনি। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর সেখান থেকে পরে কর্নাটকের ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তরুণীর। শনিবার সকালে তার মৃত্যু  হয়। এ ঘটনায় মেয়েটির বাবা-মা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখে খাদ্য নিরাপত্তা কমিশনারকে একটি প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশনা জারি করতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের জেলাশাসক ঘটনাটি এবং মেয়েটির চিকিৎসার বিষয়টিও খতিয়ে দেখছেন।”

তিনি বলেন, ফুড সেফটি অ্যান্ড  স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে যেসব হোটেলের খাবারে বিষক্রিয়ার অভিযোগ রয়েছে তাদের লাইসেন্স বাতিল করা হবে। তবে এই ঘটনা প্রথম নয় চলতি সপ্তাহের শুরুতেই কোঝিকোড়ের একটি স্থানীয় রেস্তোরাঁ থেকে খাবার খাবার পর কোট্টায়াম মেডিকেল কলেজের একজন নার্সের মৃত্যু হয়েছিল।