২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাগাল্যান্ডে মৃত বেড়ে ১৩, টুইট করে শোকপ্রকাশ মমতার, চাইলেন ন্যায়বিচার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 61

পুবের কলম ওয়েবডেস্কঃ নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।এই গুলি চালানোর ঘটনায় শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনার ন্যায়বিচারও চেয়েছেন তিনি।

একটি টুইট বার্তায়  মমতা লেখেন, ”নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর। মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন এই ঘটনায় বিস্তারিত তদন্ত হয় এবং সমস্ত আক্রান্তরা ন্যায়বিচার পান।”

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

 

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য সন্ত্রাসবাদী মনে করে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন সাধারণ মানুষ। প্রথমে জানা গিয়েছিল নিহত হয়েছেন ১২জন। কিন্তু গুরুতর আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশংকা ছিলই।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

 

 

রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে, মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ। সন্ত্রাসবাদী মনে করে কয়লা খনি থেকে কাজ সেরে ফেরা শ্রমিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

এই ঘটনায় সাধারণের মধ্যে ক্রমেই চড়ছে ক্ষোভের পারদ।সূত্রের খবর উত্তেজিত জনতা জওয়ানদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে জনতার সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক জওয়ানেরও।

সংবাদ সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা।তখনই সন্ত্রাসবাদী মনে করে জওয়ানরা গুলি চালান।

জনতার কাছে শান্ত থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি টুইট করে লেখেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনায় ওটিং-য়ে সাধারণ মানুষের মৃত্যু। মনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছি। উচ্চ পর্যায়ের বিশেষ সিট ঘটনার তদন্ত করবে।’

 

অন্যদিকে এই ঘটনার জেরে যাতে উত্তেজনা না ছড়ায় সেইজন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেটের।

সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এই ঘটনা ও তার জেরে পরবর্তী ঘটনা অত্যন্ত দুঃখজনক৷ দুর্ভাগ্যজনক ভাবে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তার উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে৷ আইন অনুসারে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে৷’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগাল্যান্ডে মৃত বেড়ে ১৩, টুইট করে শোকপ্রকাশ মমতার, চাইলেন ন্যায়বিচার

আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।এই গুলি চালানোর ঘটনায় শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনার ন্যায়বিচারও চেয়েছেন তিনি।

একটি টুইট বার্তায়  মমতা লেখেন, ”নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর। মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন এই ঘটনায় বিস্তারিত তদন্ত হয় এবং সমস্ত আক্রান্তরা ন্যায়বিচার পান।”

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

 

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য সন্ত্রাসবাদী মনে করে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন সাধারণ মানুষ। প্রথমে জানা গিয়েছিল নিহত হয়েছেন ১২জন। কিন্তু গুরুতর আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশংকা ছিলই।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

 

 

রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে, মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ। সন্ত্রাসবাদী মনে করে কয়লা খনি থেকে কাজ সেরে ফেরা শ্রমিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

এই ঘটনায় সাধারণের মধ্যে ক্রমেই চড়ছে ক্ষোভের পারদ।সূত্রের খবর উত্তেজিত জনতা জওয়ানদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে জনতার সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক জওয়ানেরও।

সংবাদ সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা।তখনই সন্ত্রাসবাদী মনে করে জওয়ানরা গুলি চালান।

জনতার কাছে শান্ত থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি টুইট করে লেখেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনায় ওটিং-য়ে সাধারণ মানুষের মৃত্যু। মনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছি। উচ্চ পর্যায়ের বিশেষ সিট ঘটনার তদন্ত করবে।’

 

অন্যদিকে এই ঘটনার জেরে যাতে উত্তেজনা না ছড়ায় সেইজন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেটের।

সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এই ঘটনা ও তার জেরে পরবর্তী ঘটনা অত্যন্ত দুঃখজনক৷ দুর্ভাগ্যজনক ভাবে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তার উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে৷ আইন অনুসারে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে৷’