০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় চাহিদা বাড়ছে প্লেটলেটের

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার
  • / 59

পুবের কলম ওয়েব ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যার জেরে চাহিদা বেড়েছে প্লেটলেটেরও। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক সূত্রের খবর, মাসখানেক আগেও যেখানে দৈনিক এক বা দুই ইউনিট প্লেটলেট লাগত। এখন সেখানে দৈনিক ৮-১০ ইউনিট প্লেটলেট লাগছে। যার জেরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদাও বেড়েছে।

 

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সম্প্রতি ইটাহার এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবক কিছুদিন আগে ভিন রাজ্যে থেকে জ্বর নিয়ে ফেরেন বলে খবর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দফতর তৎপর রয়েছে। জেলাজুড়ে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। জ্বর হলে দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করানোর কথা বলা হচ্ছে। পাশাপাশি, মশারি ব্যবহারেরও পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা

 

আরও পড়ুন: শিন্ডের জায়গা নেবেন অজিত! দাবি উদ্ধব শিবিরের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৩১০ জন। মঙ্গলবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। গত এক মাসে আক্রান্ত হয়েছে ১১০ জন। সূত্রের খবর, প্লেটলেটের যেভাবে চাহিদা বাড়ছে এতে রক্তের পাশাপাশি প্লেটলেটেরও আকাল দেখা দেবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ।

 

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দনা পাত্র বলেন, ‘আগে মাঝে মধ্যে দুই-এক ইউনিট করে প্লেটলেট লাগত। কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্লেটলেটের চাহিদা বেড়েছে। এখন দৈনিক ৮-১০ ইউনিট প্লেটলেট লাগছে।’ সে কারণে রায়গঞ্জ লাগোয়া এলাকায় রক্তদান শিবির করে রক্ত সংগ্রহের বিষয়টিতে আরও জোর দিয়েছে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পাশাপাশি সকলকে তিনি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রায়গঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় চাহিদা বাড়ছে প্লেটলেটের

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যার জেরে চাহিদা বেড়েছে প্লেটলেটেরও। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক সূত্রের খবর, মাসখানেক আগেও যেখানে দৈনিক এক বা দুই ইউনিট প্লেটলেট লাগত। এখন সেখানে দৈনিক ৮-১০ ইউনিট প্লেটলেট লাগছে। যার জেরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদাও বেড়েছে।

 

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সম্প্রতি ইটাহার এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবক কিছুদিন আগে ভিন রাজ্যে থেকে জ্বর নিয়ে ফেরেন বলে খবর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দফতর তৎপর রয়েছে। জেলাজুড়ে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। জ্বর হলে দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করানোর কথা বলা হচ্ছে। পাশাপাশি, মশারি ব্যবহারেরও পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা

 

আরও পড়ুন: শিন্ডের জায়গা নেবেন অজিত! দাবি উদ্ধব শিবিরের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৩১০ জন। মঙ্গলবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। গত এক মাসে আক্রান্ত হয়েছে ১১০ জন। সূত্রের খবর, প্লেটলেটের যেভাবে চাহিদা বাড়ছে এতে রক্তের পাশাপাশি প্লেটলেটেরও আকাল দেখা দেবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ।

 

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দনা পাত্র বলেন, ‘আগে মাঝে মধ্যে দুই-এক ইউনিট করে প্লেটলেট লাগত। কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্লেটলেটের চাহিদা বেড়েছে। এখন দৈনিক ৮-১০ ইউনিট প্লেটলেট লাগছে।’ সে কারণে রায়গঞ্জ লাগোয়া এলাকায় রক্তদান শিবির করে রক্ত সংগ্রহের বিষয়টিতে আরও জোর দিয়েছে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পাশাপাশি সকলকে তিনি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।