০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রোপচার করতে এসে মদ্যপ অবস্থায় লুটিয়ে পড়লেন চিকিৎসক

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 21

পুবের কলম,ওয়েবডেস্ক: অপারেশন টেবিলে অপেক্ষারত ৯ জন মহিলা। তাঁদের মধ্যে একজনকে সকাল ৮ টায় অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। অস্ত্রোপচারের  নির্ধারিত সময় ছিল দুপুর ২ টো। অপারেশন থিয়েটারে চিকিৎসকের জন্য রোগীদের সঙ্গে অপেক্ষার প্রহর গুনছিলেন নার্স সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা।

 ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় অপারেশন টেবিলে পৌঁছান ওই চিকিৎসক। নাম বালাকৃষ্ণ। ৯ জন মহিলা রোগীর অস্ত্রোপচারের দায়িত্ব ছিল তাঁর উপর। কিন্তু শুরুর আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এখানেই শেষ নয়। পরের দিন সকাল পর্যন্ত একনাগাড়ে সেখানেই পরে ছিলেন ওই চিকিৎসক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চিক্কামাগালুরু এলাকার একটি হাসপাতালে।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অস্ত্রোপচার শুরু না হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীদের বাড়ির সদস্যরা। এমন পরিস্থিতিতে রোগীদের আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।  ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

অতিরিক্ত মদ্যপানের জন্য ঘুমিয়ে গিয়েছিলেন বলেই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। তবে এই প্রথমবার নয়, এর আগেও নাকি নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে এসেছেন তিনি। তাঁর আচরণে অতীতেও বিরক্ত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবার। এই ঘটনার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্রোপচার করতে এসে মদ্যপ অবস্থায় লুটিয়ে পড়লেন চিকিৎসক

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অপারেশন টেবিলে অপেক্ষারত ৯ জন মহিলা। তাঁদের মধ্যে একজনকে সকাল ৮ টায় অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। অস্ত্রোপচারের  নির্ধারিত সময় ছিল দুপুর ২ টো। অপারেশন থিয়েটারে চিকিৎসকের জন্য রোগীদের সঙ্গে অপেক্ষার প্রহর গুনছিলেন নার্স সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা।

 ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় অপারেশন টেবিলে পৌঁছান ওই চিকিৎসক। নাম বালাকৃষ্ণ। ৯ জন মহিলা রোগীর অস্ত্রোপচারের দায়িত্ব ছিল তাঁর উপর। কিন্তু শুরুর আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এখানেই শেষ নয়। পরের দিন সকাল পর্যন্ত একনাগাড়ে সেখানেই পরে ছিলেন ওই চিকিৎসক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চিক্কামাগালুরু এলাকার একটি হাসপাতালে।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অস্ত্রোপচার শুরু না হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীদের বাড়ির সদস্যরা। এমন পরিস্থিতিতে রোগীদের আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।  ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

অতিরিক্ত মদ্যপানের জন্য ঘুমিয়ে গিয়েছিলেন বলেই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। তবে এই প্রথমবার নয়, এর আগেও নাকি নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে এসেছেন তিনি। তাঁর আচরণে অতীতেও বিরক্ত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবার। এই ঘটনার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।