০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অটোয় বেশি ভাড়ার প্রতিবাদে যাত্রীকে মারধোরের অভিযোগ চালকের বিরুদ্ধে

ইমামা খাতুন
  • আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক: মাত্রাধিক ভাড়া চাওয়ার প্রতিবাদে দম্পতি যাত্রীকে রাস্তায় ফেলে মারধোরের অভিযোগ এক অটোচালকের বিরুদ্ধে। শনিবার  বিকেলে ঘটনাটি ঘটেছে কেষ্টপুরে। এদিনে নিউ টাউনে ঘুনীর বাসিন্দা এক দম্পতি উল্টোডাঙ্গা-বাগুইআটি রুটের অটোয় চড়ে বাগুইআটির দিকে যাচ্ছিলেন। সেই পথে অটোর চালক দম্পতি কাছে অতিরিক্ত ভাড়ার দাবি করে। তাতেই উভয়ের মধ্যে মৃদু বচসা শুরু হয়। অভিযোগ, ওই রাগে চালক অটোটি বাগুইআটির দিকে না নিয়ে গিয়ে কেষ্টপুরের দিকে চলে যায়। সেখানে একটি ফাঁকা জায়গায় অটোটি দাঁড় করিয়ে হঠাৎ দম্পতির উপর চড়াও হয় চালক। অভিযোগ, এরপর অভিযুক্ত চালক যুগলের স্বামীকে রাস্তায় ফেলে চড়, কিল, ঘুষি, মারতে শুরু করে। অটোচালকের দাদাগিরর ঘটনার খবর পেয়ে বাগুইআটির ট্রাফিকে কর্তব্যরত পুলিশকর্মীরা দম্পতিকে উদ্ধার করে ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনায় পলাতক অভিযুক্ত চালক। আপাতত অটোটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অটোয় বেশি ভাড়ার প্রতিবাদে যাত্রীকে মারধোরের অভিযোগ চালকের বিরুদ্ধে

আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: মাত্রাধিক ভাড়া চাওয়ার প্রতিবাদে দম্পতি যাত্রীকে রাস্তায় ফেলে মারধোরের অভিযোগ এক অটোচালকের বিরুদ্ধে। শনিবার  বিকেলে ঘটনাটি ঘটেছে কেষ্টপুরে। এদিনে নিউ টাউনে ঘুনীর বাসিন্দা এক দম্পতি উল্টোডাঙ্গা-বাগুইআটি রুটের অটোয় চড়ে বাগুইআটির দিকে যাচ্ছিলেন। সেই পথে অটোর চালক দম্পতি কাছে অতিরিক্ত ভাড়ার দাবি করে। তাতেই উভয়ের মধ্যে মৃদু বচসা শুরু হয়। অভিযোগ, ওই রাগে চালক অটোটি বাগুইআটির দিকে না নিয়ে গিয়ে কেষ্টপুরের দিকে চলে যায়। সেখানে একটি ফাঁকা জায়গায় অটোটি দাঁড় করিয়ে হঠাৎ দম্পতির উপর চড়াও হয় চালক। অভিযোগ, এরপর অভিযুক্ত চালক যুগলের স্বামীকে রাস্তায় ফেলে চড়, কিল, ঘুষি, মারতে শুরু করে। অটোচালকের দাদাগিরর ঘটনার খবর পেয়ে বাগুইআটির ট্রাফিকে কর্তব্যরত পুলিশকর্মীরা দম্পতিকে উদ্ধার করে ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনায় পলাতক অভিযুক্ত চালক। আপাতত অটোটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।