১৭ বছরেই করা যাবে আবেদন, ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ নিয়ে ঘোষণা নির্বাচন কমিশনের

- আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: দেশের যুব ভোটারদের জন্য বড় খবর। এখন আর ১৮ বছর না, ১৭ বছরেই ভোটার আইডি কার্ডের জন্য করা যাবে আবেদন। ১৩তম জাতীয় ভোটার দিবসে ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি-রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে।
সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের জন্য ন্যূনতন বয়স হতে হয় ১৮ বছর। এতদিন কোনও নাগরিকের বয়স ১ জানুয়ারি অনুযায়ী ১৮ বছর হলে তবেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতেন। তবে এবার থেকে সেই নিয়মে আসছে বদল। ১৭ বছর বয়স হলেই রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ, ভোটার হওয়ার জন্য আগাম আবেদনের ব্যবস্থা শুরু করল কমিশন। এর ফলে ১৮ বছর হলেই আগাম আবেদনকারীরা ভোটার হয়ে যাবেন। নতুন ভোটারদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে ভোটার কার্ড।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন দিনভর নানা অনুষ্ঠান হল গোটা দেশে। অনুষ্ঠান হল বাংলাতেও। জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু। বুধবার ডি এম অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন এসডিও এবং অন্যান্যরা। ভোটার দিবস উপলক্ষে এদিন জেলাশাসক হলে একটি বৈঠক করা হয়। এদিনের বৈঠকে জেলা শাসক জাতীয় ভোটার দিবসের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।