০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারদের পরিবার সুস্থ ও নিরাপদে আছেন জানালেন আফগান ক্রিকেট বোর্ড সভাপতি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্কঃ­ আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবানরা। দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানরা। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ যে বিমান বন্দরেও কাতারে কাতারে মানুষ। কিশোর থেকে তরুণ– এমনকি কিছুটা বয়স্ক ব্যক্তিরাও প্রাণভয়ে দৌড়চ্ছেন। এটাই কাবুল বিমান বন্দরের চিত্র। বিমান বন্দরে নেই কোনও সিকিওরিটি। কারণ সবটাই এখন তালিবানদের দখলে। তার মধ্যে আবার তালিবানরা আফগানিস্তানের ক্রিকেট মাঠগুলোও দখল করে নিয়েছে। সামনেই টি-২০ বিশ্বকাপ ও আইপিএল।

সেখানে আফগান ক্রিকেটাররা যেমন খেলবেন তেমনই আফগানিস্তান টি-২০ বিশ্বকাপেও রয়েছে সুপার বারোয়। ভারত পাকিস্তান রয়েছে তাদের সঙ্গে।রশিদ খান,মুহাম্মদ নবি দু’জনেই ইংল্যান্ডে অন্য লিগে খেলছেন। বাকি ক্রিকেটাররা সকলেই দেশে। আইপিএলে তাদের খেলার কথা। কিন্তু রশিদ খান উদ্বিগ্ন আফগানিস্তানে তাঁর পরিবার নিয়ে। আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণও অনিশ্চিয়তার পথে। প্রথম দিকে এমনটা মনে হলেও আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি হামিদ সিনওয়ারি জানিয়েছেন এখনই দুশ্চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুন: ডালের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন! জেনে নিন এক নজরে

ক্রিকেটাররা ও তাঁদের পরিবার নিরাপদেই আছেন। হামিদের কথায়– ‘দেশে তালিবান অভু্যত্থান হলেও ক্রিকেটের সবকিছু ঠিক আছে। ক্রিকেটে এখনও কোনও সমস্যা উপস্থিত হয়নি।সঙ্গে তিনি এও জানান ‘আমাদের ক্রিকেটাররা সুস্থ ও ভালো আছে– তাদের পরিবারও নিরাপদ ও নিশ্চিন্ত আশ্রয়ে আছেন।’ অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান অংশ নিতে পারবে কিনা? কিন্তু আফগান ক্রিকেট সভাপতি বলছেন ‘টি-২০ বিশ্বকাপ ও আইপিএলে খেলার জন্য আমরা তৈরি। আমাদের প্লেয়াররা অংশ নিতে পারবে। এখনই এ নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। এমনকি আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য তৈরিও হচ্ছি। ওদের সঙ্গে আমরা ওয়ানডে সিরিজ খেলব।’ আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি বলছেন– ‘আমরা এখনই বিসিসিআইয়ের সঙ্গে কোনওরকম যোগাযোগ করিনি– তবে প্রয়োজন পড়লে আমরা নিশ্চয়ই তা করব। বিসিসিআই সবসময়ই আমাদের সাপোর্ট করে এসেছে। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্কও খুব ভালো। ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ রশিদ খান– মুহাম্মদ নবিরা তাঁদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সভাপতি হামিদ সিনওয়ারি বলছেন– ‘এখনও পর্যন্ত প্লেয়ারদের কাছ থেকে বা তাঁদের পরিবারের কাছ থেকে।কোনও অনুরোধ আসে নি তবে তাঁদের পরিবার সুস্থ ও নিরাপদে আছেন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্রিকেটারদের পরিবার সুস্থ ও নিরাপদে আছেন জানালেন আফগান ক্রিকেট বোর্ড সভাপতি

আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ­ আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবানরা। দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানরা। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ যে বিমান বন্দরেও কাতারে কাতারে মানুষ। কিশোর থেকে তরুণ– এমনকি কিছুটা বয়স্ক ব্যক্তিরাও প্রাণভয়ে দৌড়চ্ছেন। এটাই কাবুল বিমান বন্দরের চিত্র। বিমান বন্দরে নেই কোনও সিকিওরিটি। কারণ সবটাই এখন তালিবানদের দখলে। তার মধ্যে আবার তালিবানরা আফগানিস্তানের ক্রিকেট মাঠগুলোও দখল করে নিয়েছে। সামনেই টি-২০ বিশ্বকাপ ও আইপিএল।

সেখানে আফগান ক্রিকেটাররা যেমন খেলবেন তেমনই আফগানিস্তান টি-২০ বিশ্বকাপেও রয়েছে সুপার বারোয়। ভারত পাকিস্তান রয়েছে তাদের সঙ্গে।রশিদ খান,মুহাম্মদ নবি দু’জনেই ইংল্যান্ডে অন্য লিগে খেলছেন। বাকি ক্রিকেটাররা সকলেই দেশে। আইপিএলে তাদের খেলার কথা। কিন্তু রশিদ খান উদ্বিগ্ন আফগানিস্তানে তাঁর পরিবার নিয়ে। আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণও অনিশ্চিয়তার পথে। প্রথম দিকে এমনটা মনে হলেও আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি হামিদ সিনওয়ারি জানিয়েছেন এখনই দুশ্চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুন: ডালের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন! জেনে নিন এক নজরে

ক্রিকেটাররা ও তাঁদের পরিবার নিরাপদেই আছেন। হামিদের কথায়– ‘দেশে তালিবান অভু্যত্থান হলেও ক্রিকেটের সবকিছু ঠিক আছে। ক্রিকেটে এখনও কোনও সমস্যা উপস্থিত হয়নি।সঙ্গে তিনি এও জানান ‘আমাদের ক্রিকেটাররা সুস্থ ও ভালো আছে– তাদের পরিবারও নিরাপদ ও নিশ্চিন্ত আশ্রয়ে আছেন।’ অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান অংশ নিতে পারবে কিনা? কিন্তু আফগান ক্রিকেট সভাপতি বলছেন ‘টি-২০ বিশ্বকাপ ও আইপিএলে খেলার জন্য আমরা তৈরি। আমাদের প্লেয়াররা অংশ নিতে পারবে। এখনই এ নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। এমনকি আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য তৈরিও হচ্ছি। ওদের সঙ্গে আমরা ওয়ানডে সিরিজ খেলব।’ আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি বলছেন– ‘আমরা এখনই বিসিসিআইয়ের সঙ্গে কোনওরকম যোগাযোগ করিনি– তবে প্রয়োজন পড়লে আমরা নিশ্চয়ই তা করব। বিসিসিআই সবসময়ই আমাদের সাপোর্ট করে এসেছে। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্কও খুব ভালো। ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ রশিদ খান– মুহাম্মদ নবিরা তাঁদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সভাপতি হামিদ সিনওয়ারি বলছেন– ‘এখনও পর্যন্ত প্লেয়ারদের কাছ থেকে বা তাঁদের পরিবারের কাছ থেকে।কোনও অনুরোধ আসে নি তবে তাঁদের পরিবার সুস্থ ও নিরাপদে আছেন।’