১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের দেহদানের  ইচ্ছেপ্রকাশ পরিবারের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার
  • / 66

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের দেহ দানের ইচ্ছা প্রকাশ করেছে তার পরিবার, এমনটাই সূত্রের খবর। সব কিছু ঠিক ঠাক তাঁর দেহ এসএসকেএম-এর অ্যানাটমি বিভাগে দান করা হবে। তবে লিখিতভাবে কিছু জানিয়ে যাননি প্রয়াত পরিচালক। দেহদানে অঙ্গীকার সংস্থা গণদর্পনের সঙ্গে আগে কথা হয়েছিল তার। তরুণ মজুমদারের জীবনাবসানের পর গণদর্পনের সঙ্গে কথা হয়েছে তার পরিবারের। শোকমিছিলেও সম্মতি নেই পরিবারের। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে অনারম্বড়ভাবে শেষকৃত্য সম্পন্ন করতে চান তারা। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর শেষ ইচ্ছেকে সম্মান জানানোর জন্য এই সিদ্ধান্ত।

আজ সোমবার, ৪ জুলাই বেলা ১১.১৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত ১৪ জুন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কিংবদন্তি পরিচালক।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি ফুসফুস, কিডনির সমস্যা, ডায়াবেটিস সহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। মাঝখানে শরীরের অবস্থা একটু ভালো হয়েছিলে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, সংকটজনক হলেও স্থিতিশীল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তরুণ মজুমদার। রবিবার রাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে। ডায়ালিসিসের প্রয়োজন পড়লেও তা নেওয়ার মত শারীরিক ক্ষমতা ছিল না তাঁর। ১০০ শতাংশ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের দেহদানের  ইচ্ছেপ্রকাশ পরিবারের

আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের দেহ দানের ইচ্ছা প্রকাশ করেছে তার পরিবার, এমনটাই সূত্রের খবর। সব কিছু ঠিক ঠাক তাঁর দেহ এসএসকেএম-এর অ্যানাটমি বিভাগে দান করা হবে। তবে লিখিতভাবে কিছু জানিয়ে যাননি প্রয়াত পরিচালক। দেহদানে অঙ্গীকার সংস্থা গণদর্পনের সঙ্গে আগে কথা হয়েছিল তার। তরুণ মজুমদারের জীবনাবসানের পর গণদর্পনের সঙ্গে কথা হয়েছে তার পরিবারের। শোকমিছিলেও সম্মতি নেই পরিবারের। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে অনারম্বড়ভাবে শেষকৃত্য সম্পন্ন করতে চান তারা। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর শেষ ইচ্ছেকে সম্মান জানানোর জন্য এই সিদ্ধান্ত।

আজ সোমবার, ৪ জুলাই বেলা ১১.১৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত ১৪ জুন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কিংবদন্তি পরিচালক।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি ফুসফুস, কিডনির সমস্যা, ডায়াবেটিস সহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। মাঝখানে শরীরের অবস্থা একটু ভালো হয়েছিলে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, সংকটজনক হলেও স্থিতিশীল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তরুণ মজুমদার। রবিবার রাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে। ডায়ালিসিসের প্রয়োজন পড়লেও তা নেওয়ার মত শারীরিক ক্ষমতা ছিল না তাঁর। ১০০ শতাংশ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ