০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যোশীমঠের আতঙ্ক এবার জম্মু-কাশ্মীরেও! ২১টি বাড়িতে ফাটল সহ ভেঙে পড়ল একটি বাড়ি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্ক:  যোশীমঠের আতঙ্ক এবার জম্মু-কাশ্মীরেও! কয়েকদিন ধরে যোশীমঠের পাহাড়ি এলাকাগুলি থেকে রাস্তা, ঘর-বাড়ি ফাটলের কারণে উদ্বেগ তৈরি হয়েছে। দায়ী করা হয়েছিল অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা নির্মাণ কাজকে। এবার সেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপত্যকা। ইতিমধ্যেই ২১টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে একটি বাড়ি।

কয়েকদিন আগেই যোশীমঠের বাসিন্দারা জানিয়ে ছিলেন, এক মৃত্যুপুরীতে রয়েছেন তারা। মনে হচ্ছে যেকোনও মুহূর্তেই আমরা সব শেষ হয়ে যেতে পারি। এবার সেই একই আতঙ্কে রয়েছে উপত্যকার বাসিন্দারা।  বাড়িগুলিতে ফাটল ধরতে শুরু করেছে। গত বৃহস্পতিবার পাহাড়ে ধস নামে। ভেঙে পড়ে একটি বাড়ি। জানা গেছে ১৯টি বাড়ি ভেঙে পড়েছে জম্মু-কাশ্মীরের ডোডায়।  ফাটল ধরেছে একটি মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও। ভূমিধসের জেরে ডোডার নাই বস্তি গ্রামের একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে,  যে ১৯টি বাড়িতে ফাটল ধরেছে। তাদের নিরাপদে সরানো হয়েছে। বহু মানুষই নিজের বাড়ি ছেড়ে তাদের আত্মীয়দের বাড়িতে গিয়ে উঠেছেন। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফেও ডোডা জেলায় একটি দল পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্ট এবং ন্য়াশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়ার জিওলজিস্টরাও এলাকা পরিদর্শন করে গিয়েছেন।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল মোট ২১টি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অবধি পরিস্থিতি একই আছে। নতুন করে কোনও ফাটল দেখা দেয়নি। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথর আমিন জারগার বলেন,  ‘একাধিক বাড়িতে ফাটল ধরা খবর পাওয়ার পরই পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। ১৯টি বাড়ি অসুরক্ষিত হিসাবে চিহ্নিত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সুরক্ষিত স্থানে সরানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ

পুলিশের ডেপুটি কমিশনার ও সিনিয়র সুপারিন্টেন্ডেন্টও পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।”

যোশীমঠের পরিস্থিতির সঙ্গে জম্মু-কাশ্মীরের অবস্থা একই বলে মানতে রাজি নয় স্থানীয় প্রশাসন। তাদের দাবি, ভূমিধসের কারণেই এই বাড়িগুলিতে ফাটল  দেখা গিয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোশীমঠের আতঙ্ক এবার জম্মু-কাশ্মীরেও! ২১টি বাড়িতে ফাটল সহ ভেঙে পড়ল একটি বাড়ি

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  যোশীমঠের আতঙ্ক এবার জম্মু-কাশ্মীরেও! কয়েকদিন ধরে যোশীমঠের পাহাড়ি এলাকাগুলি থেকে রাস্তা, ঘর-বাড়ি ফাটলের কারণে উদ্বেগ তৈরি হয়েছে। দায়ী করা হয়েছিল অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা নির্মাণ কাজকে। এবার সেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপত্যকা। ইতিমধ্যেই ২১টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে একটি বাড়ি।

কয়েকদিন আগেই যোশীমঠের বাসিন্দারা জানিয়ে ছিলেন, এক মৃত্যুপুরীতে রয়েছেন তারা। মনে হচ্ছে যেকোনও মুহূর্তেই আমরা সব শেষ হয়ে যেতে পারি। এবার সেই একই আতঙ্কে রয়েছে উপত্যকার বাসিন্দারা।  বাড়িগুলিতে ফাটল ধরতে শুরু করেছে। গত বৃহস্পতিবার পাহাড়ে ধস নামে। ভেঙে পড়ে একটি বাড়ি। জানা গেছে ১৯টি বাড়ি ভেঙে পড়েছে জম্মু-কাশ্মীরের ডোডায়।  ফাটল ধরেছে একটি মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও। ভূমিধসের জেরে ডোডার নাই বস্তি গ্রামের একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে,  যে ১৯টি বাড়িতে ফাটল ধরেছে। তাদের নিরাপদে সরানো হয়েছে। বহু মানুষই নিজের বাড়ি ছেড়ে তাদের আত্মীয়দের বাড়িতে গিয়ে উঠেছেন। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফেও ডোডা জেলায় একটি দল পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্ট এবং ন্য়াশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়ার জিওলজিস্টরাও এলাকা পরিদর্শন করে গিয়েছেন।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল মোট ২১টি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অবধি পরিস্থিতি একই আছে। নতুন করে কোনও ফাটল দেখা দেয়নি। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথর আমিন জারগার বলেন,  ‘একাধিক বাড়িতে ফাটল ধরা খবর পাওয়ার পরই পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। ১৯টি বাড়ি অসুরক্ষিত হিসাবে চিহ্নিত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সুরক্ষিত স্থানে সরানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ

পুলিশের ডেপুটি কমিশনার ও সিনিয়র সুপারিন্টেন্ডেন্টও পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।”

যোশীমঠের পরিস্থিতির সঙ্গে জম্মু-কাশ্মীরের অবস্থা একই বলে মানতে রাজি নয় স্থানীয় প্রশাসন। তাদের দাবি, ভূমিধসের কারণেই এই বাড়িগুলিতে ফাটল  দেখা গিয়েছে।