২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণু চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে

ইমামা খাতুন
  • আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
  • / 34

পুবের কলম ওয়েব ডেস্কঃ  ইরানকে পরমাণু চুক্তির চূড়ান্ত খসড়া দিল ইইউ। ইরান  জানিয়েছে, এখন তারা তা খতিয়ে দেখছে। ভিয়েনায় ইরানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে ইইউ-এর যে কর্মকর্তারা আলোচনা চালাচ্ছিলেন, তারাই এই চুক্তির চূড়ান্ত খসড়া ইরানের হাতে তুলে দিয়েছেন।

 

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চিন, ফ্রান্স ও জার্মানির। ২০১৮ সালে আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে আসে। ফলে ইরানও তাদের পরমাণু কর্মসূচি এই কয়েক বছরে অনেকটা প্রসারিত করে ফেলে।

আরও পড়ুন: চিনের পরমাণু অস্ত্র ১৭ ভাগ  বৃদ্ধি পেয়েছে

 

আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব

বাইডেন ক্ষমতায় আসার পর আবার চুক্তি নিয়ে উৎসাহ দেখায় ওয়াশিংটন। ইরানের সঙ্গে পশ্চিমা দেশের আলোচনা আবার শুরু হয়। গত কয়েক মাস ধরে আলোচনার পর চূড়ান্ত খসড়া চুক্তি তৈরি হয়েছে। ইরানের মিডিয়া জানিয়েছে, পরমাণু আলোচনা শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাঘেরি কানি তেহরান ফিরে গেছেন।

 

ইইউ-এর বিদেশনীতি সংক্রান্ত প্রধান জোসেপ বরেল জানিয়েছেন, ‘যতটা আলোচনা করা সম্ভব ছিল, আমরা করেছি। তারপর চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।’ এখন ইরান যদি মনে করে তাহলে তারা এই খসড়া অনুযায়ী পরমাণু চুক্তিতে ফিরতে পারে।

 

আর যদি তাদের শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে আবারও পরমাণু আলোচনা শুরু হবে। ইরানের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এখনই সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, তা মনে করার কোনও কারণ নেই।’ ওই মুখপাত্র আরও বলেছেন, তেহরান গভীর আলোচনার পরই তাদের মতামত জানাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরমাণু চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  ইরানকে পরমাণু চুক্তির চূড়ান্ত খসড়া দিল ইইউ। ইরান  জানিয়েছে, এখন তারা তা খতিয়ে দেখছে। ভিয়েনায় ইরানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে ইইউ-এর যে কর্মকর্তারা আলোচনা চালাচ্ছিলেন, তারাই এই চুক্তির চূড়ান্ত খসড়া ইরানের হাতে তুলে দিয়েছেন।

 

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চিন, ফ্রান্স ও জার্মানির। ২০১৮ সালে আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে আসে। ফলে ইরানও তাদের পরমাণু কর্মসূচি এই কয়েক বছরে অনেকটা প্রসারিত করে ফেলে।

আরও পড়ুন: চিনের পরমাণু অস্ত্র ১৭ ভাগ  বৃদ্ধি পেয়েছে

 

আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব

বাইডেন ক্ষমতায় আসার পর আবার চুক্তি নিয়ে উৎসাহ দেখায় ওয়াশিংটন। ইরানের সঙ্গে পশ্চিমা দেশের আলোচনা আবার শুরু হয়। গত কয়েক মাস ধরে আলোচনার পর চূড়ান্ত খসড়া চুক্তি তৈরি হয়েছে। ইরানের মিডিয়া জানিয়েছে, পরমাণু আলোচনা শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাঘেরি কানি তেহরান ফিরে গেছেন।

 

ইইউ-এর বিদেশনীতি সংক্রান্ত প্রধান জোসেপ বরেল জানিয়েছেন, ‘যতটা আলোচনা করা সম্ভব ছিল, আমরা করেছি। তারপর চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।’ এখন ইরান যদি মনে করে তাহলে তারা এই খসড়া অনুযায়ী পরমাণু চুক্তিতে ফিরতে পারে।

 

আর যদি তাদের শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে আবারও পরমাণু আলোচনা শুরু হবে। ইরানের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এখনই সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, তা মনে করার কোনও কারণ নেই।’ ওই মুখপাত্র আরও বলেছেন, তেহরান গভীর আলোচনার পরই তাদের মতামত জানাবে।