২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম থ্রিডি তারামণ্ডল হাওড়াতে, দর্শকদের জন্য খুলছে ডিসেম্বরে 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
  • / 41

পুবের কলম প্রতিবেদক: এবার প্রথম থ্রিডি তারামণ্ডল পাচ্ছে রাজ্যবাসী। এতদিন তারামণ্ডল মানেই কলকাতার তারামণ্ডলের কথা আসত।

প্রথমত তারামণ্ডল ভাবলেই কলকাতার ‘বিড়লা প্লানেটরিয়াম’কে বোঝায় বা এতদিন রাজ্যবাসী তাই বুঝে এসেছেন। তবে কলকাতার তারামণ্ডল টুডি, তার থেকে এক ধাপ এগিয়ে,  এ বার প্রথম থ্রিডি তারামণ্ডল হাওড়াতে। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে নির্মাণ কাজ।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

থ্রিডি তারামণ্ডল তৈরি হয়েছে হাওড়া শহরের শরৎ সদন এলাকায়। ডিসেম্বরের শুরুতেই সাধারণ মানুষের জন্য দ্বার খুলে দেওয়া হবে থ্রিডি তারামণ্ডলের। জানা গিয়েছে, এই থ্রিডি তারামণ্ডল তৈরি করতে হাওড়া পুরসভা প্রায় ১৪ কোটি টাকা ব্যয় হয়েছে। এ বার পুজোর সময় উদ্বোধন করেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

ডিসেম্বরের শুরু থেকেই থ্রিডি প্রযুক্তির সাহায্যে মহাকাশ দেখতে পাবেন দর্শকরা, তাতেই উৎসুক মানুষ। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, হাওড়ার মানুষের কাছে নতুন আকর্ষণ এই ‘থ্রিডি তারামণ্ডল’ যা শীতে হাওড়ার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপহার। এই থ্রিডি তারামণ্ডল আগামী ২ ডিসেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।’

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

থ্রিডি তারামণ্ডল দেখার জন্য আপাতত ৩টি করে ‘শো’ থাকবে। দুপুর ৩ টে, ৪টে এবং ৫ টায়। ছোটদের জন্য টিকিট মূল্য ৭০ টাকা এবং বড়দের জন্য ১২০ টাকা ধার্য করা হয়েছে। বাংলা ইংরেজি ও হিন্দি এই তিন ভাষাতেই ‘শো’ হবে। থ্রিডি প্রযুক্তি ব্যবহৃত তারামণ্ডল এখন বাংলার জনগনের সময়ের অপেক্ষা মাত্র।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথম থ্রিডি তারামণ্ডল হাওড়াতে, দর্শকদের জন্য খুলছে ডিসেম্বরে 

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: এবার প্রথম থ্রিডি তারামণ্ডল পাচ্ছে রাজ্যবাসী। এতদিন তারামণ্ডল মানেই কলকাতার তারামণ্ডলের কথা আসত।

প্রথমত তারামণ্ডল ভাবলেই কলকাতার ‘বিড়লা প্লানেটরিয়াম’কে বোঝায় বা এতদিন রাজ্যবাসী তাই বুঝে এসেছেন। তবে কলকাতার তারামণ্ডল টুডি, তার থেকে এক ধাপ এগিয়ে,  এ বার প্রথম থ্রিডি তারামণ্ডল হাওড়াতে। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে নির্মাণ কাজ।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

থ্রিডি তারামণ্ডল তৈরি হয়েছে হাওড়া শহরের শরৎ সদন এলাকায়। ডিসেম্বরের শুরুতেই সাধারণ মানুষের জন্য দ্বার খুলে দেওয়া হবে থ্রিডি তারামণ্ডলের। জানা গিয়েছে, এই থ্রিডি তারামণ্ডল তৈরি করতে হাওড়া পুরসভা প্রায় ১৪ কোটি টাকা ব্যয় হয়েছে। এ বার পুজোর সময় উদ্বোধন করেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

ডিসেম্বরের শুরু থেকেই থ্রিডি প্রযুক্তির সাহায্যে মহাকাশ দেখতে পাবেন দর্শকরা, তাতেই উৎসুক মানুষ। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, হাওড়ার মানুষের কাছে নতুন আকর্ষণ এই ‘থ্রিডি তারামণ্ডল’ যা শীতে হাওড়ার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপহার। এই থ্রিডি তারামণ্ডল আগামী ২ ডিসেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।’

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

থ্রিডি তারামণ্ডল দেখার জন্য আপাতত ৩টি করে ‘শো’ থাকবে। দুপুর ৩ টে, ৪টে এবং ৫ টায়। ছোটদের জন্য টিকিট মূল্য ৭০ টাকা এবং বড়দের জন্য ১২০ টাকা ধার্য করা হয়েছে। বাংলা ইংরেজি ও হিন্দি এই তিন ভাষাতেই ‘শো’ হবে। থ্রিডি প্রযুক্তি ব্যবহৃত তারামণ্ডল এখন বাংলার জনগনের সময়ের অপেক্ষা মাত্র।