আফগান সাবেক অর্থমন্ত্রী এখন উবের চালক!

- আপডেট : ২১ মার্চ ২০২২, সোমবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্ক: আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন আবার চালক। খালিদ পায়েন্দা আশরাফ ঘানি সরকারের সাবেক অর্থমন্ত্রী। বর্তমানে ওয়াশিংটনে রাইড শেয়ারিং অ্যাপস উবেরের গাড়িচালক তিনি ।ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ পায়েন্দা বলেন, আমি যদি দুদিনে ৫০ ট্রিপস সম্পন্ন করি তাহলে ৯৫ ডলার বোনাস পাই। তালিবান ক্ষমতা নেওয়ার এক সপ্তাহ আগে তিনি দায়িত্ব ছেড়ে দেন। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
৪০ বছর বয়সী সাবেক এই মন্ত্রী এক সময় যুক্তরাষ্ট্রের সমর্থনে ৬ বিলিয়ন ডলারের বাজেট তদারকির কাজ করেন। খালিদ বলেন, আমার পরিবারকে সহযোগিতা করার জন্য এটি একটি বড় সুযোগ। বর্তমানে আমার কোনো জায়গা নেই। এখানে সেখানে ঘুরে বেড়ানোর জন্য মাঝে মাঝে শূন্যতা অনুভব করেন তিনি।