১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৩৯ বছর কোমায় থাকার পর মৃত্যু হল ফ্রান্সের জাতীয় দলের ফুটবলারের

পুবের কলম
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় চার দশক, ৩৯ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ফ্রান্সের প্রাক্তন ডিফেন্ডার জন পিয়েরে আ্যডামস।

১৯৮২ সালের মার্চে হাঁটুর অস্ত্রোপচার করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৪ বছর বয়সী পিয়েরে অ্যাডামস। তখন আ্যনেস্থেশিয়া দেয়ার ক্ষেত্রে ভুল হওয়ায় আর কখনও জ্ঞান ফেরেনি তার।

সেনেগালে জন্ম নেয়া এই ডিফেন্ডার ফ্রান্সের ক্লাব নিসের হয়ে খেলেছেন ১৪০টির বেশি ম্যাচ। এছাড়া ফ্রান্সের অন্যতম শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়েও খেলেছেন তিনি। পিয়েরে অ্যাডামসের মৃত্যুর পর শোকবার্তা দিয়েছে পিএসজি।

১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া নিমসের হয়ে খেলেছেন ৮৪টি ম্যাচ।প্রায় ৩৯ বছর আগে হাঁটুর পেশিতে চোট পান আ্যডামস।তখন অস্ত্রোপচার করার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন লিয়ন শহরের হাসপাতালের বেশিরভাগ কর্মী হরতাল পালন করছিলেন।

তবু অ্যাডামসের অপারেশন চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। সেদিন একইসময় অ্যাডামস এবং আরও সাতজন রোগীর দায়িত্বে ছিলেন হাসপাতালের অ্যানেস্থেটিস্ট। তাই অ্যাডামসের দায়িত্ব দেয়া হয় এক শিক্ষানবিশের কাঁধে।

পরে সেই শিক্ষানবিশ বলেছিলেন, ‘আমাকে যে কাজটা দেওয়া হয়েছিল, আমি সে কাজের উপযুক্ত ছিলাম না।’

সেই আ্যনাস্থেটিস্ট ও শিক্ষানবিশের হাত দিয়ে অ্যাডামসের চিকিৎসায় একাধিক ভুল হয়। যে কারণে কার্ডিয়াক অ্যারেস্ট ও ব্রেন ড্যামেজ হয় অ্যাডামসের। আর কখনও জ্ঞান ফেরেননি তাঁর। ১৫ মাস বাদে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিয়ে দেয়। ৩৯ বছর ধরে চেতনাহীন অবস্থায় ফ্রান্সে নিজের বাড়িতে স্ত্রীর দেখভালেই ছিলেন তিনি। অবশেষে মৃত্যু এসে তাঁকে চিরমুক্তি দিল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৯ বছর কোমায় থাকার পর মৃত্যু হল ফ্রান্সের জাতীয় দলের ফুটবলারের

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় চার দশক, ৩৯ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ফ্রান্সের প্রাক্তন ডিফেন্ডার জন পিয়েরে আ্যডামস।

১৯৮২ সালের মার্চে হাঁটুর অস্ত্রোপচার করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৪ বছর বয়সী পিয়েরে অ্যাডামস। তখন আ্যনেস্থেশিয়া দেয়ার ক্ষেত্রে ভুল হওয়ায় আর কখনও জ্ঞান ফেরেনি তার।

সেনেগালে জন্ম নেয়া এই ডিফেন্ডার ফ্রান্সের ক্লাব নিসের হয়ে খেলেছেন ১৪০টির বেশি ম্যাচ। এছাড়া ফ্রান্সের অন্যতম শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়েও খেলেছেন তিনি। পিয়েরে অ্যাডামসের মৃত্যুর পর শোকবার্তা দিয়েছে পিএসজি।

১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া নিমসের হয়ে খেলেছেন ৮৪টি ম্যাচ।প্রায় ৩৯ বছর আগে হাঁটুর পেশিতে চোট পান আ্যডামস।তখন অস্ত্রোপচার করার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন লিয়ন শহরের হাসপাতালের বেশিরভাগ কর্মী হরতাল পালন করছিলেন।

তবু অ্যাডামসের অপারেশন চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। সেদিন একইসময় অ্যাডামস এবং আরও সাতজন রোগীর দায়িত্বে ছিলেন হাসপাতালের অ্যানেস্থেটিস্ট। তাই অ্যাডামসের দায়িত্ব দেয়া হয় এক শিক্ষানবিশের কাঁধে।

পরে সেই শিক্ষানবিশ বলেছিলেন, ‘আমাকে যে কাজটা দেওয়া হয়েছিল, আমি সে কাজের উপযুক্ত ছিলাম না।’

সেই আ্যনাস্থেটিস্ট ও শিক্ষানবিশের হাত দিয়ে অ্যাডামসের চিকিৎসায় একাধিক ভুল হয়। যে কারণে কার্ডিয়াক অ্যারেস্ট ও ব্রেন ড্যামেজ হয় অ্যাডামসের। আর কখনও জ্ঞান ফেরেননি তাঁর। ১৫ মাস বাদে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিয়ে দেয়। ৩৯ বছর ধরে চেতনাহীন অবস্থায় ফ্রান্সে নিজের বাড়িতে স্ত্রীর দেখভালেই ছিলেন তিনি। অবশেষে মৃত্যু এসে তাঁকে চিরমুক্তি দিল।