০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু করছে স্বাস্থ্য দফতর

Representative image

পুবের কলম প্রতিবেদকঃ আগামী সোমবার থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু করছে স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে কো- ভ্যাকসিন এবং কর্বেভয়াক্স একসঙ্গে দেওয়া যাবে না– একই সেন্টার থেকে। তাই আপাতত রাজ্য স্বাস্থ্য দফতরের সবুজ সঙ্কেতের জন্য অপেক্ষা করছে পুরনিগম। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সদ্য। সামনে হোলির ছুটি। তাই স্কুলে স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী সোমবার থেকে শুরু করবে কলকাতা পুরনিগম। তবে তার আগেই ভ্যাকসিন সেন্টারগুলি থেকে টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী– ১২ থেকে ১৪ বছর বয়সীদের বায়োলজিক্যাল-ই সংস্থার কর্বেভ্য়াক্স টিকা দেওয়া হবে। দ্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপে  অব ইমিউনাইজেশন ছোটদের করোনা টিকা দেওয়ার সুপারিশ করেছে– তারপরই এই নির্দেশিকা প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক। ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার পাশাপাশি– ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়ার ক্ষেত্রেও কো-মর্বিডিটির যে নিয়ম রয়েছে– তাও বদল করা হয়েছে সম্প্রতি। এবার থেকে কো-মর্বিডিটি না থাকলেও ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়া হবে। এদিকে কলকাতা পুরসভাতেও ১২ উর্দ্ধোদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে  স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হুমকি মেল! তল্লাশি অভিযানে বিধাননগর থানার পুলিশ

 

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে সরকার, নারায়ণা হাসপাতালের শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: মশার কামড়ের এই রোগে হয় না নিরাময়, প্রতিরোধে ঘরে ঘরে ওষুধ স্বাস্থ্য দফতরের

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু করছে স্বাস্থ্য দফতর

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ আগামী সোমবার থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু করছে স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে কো- ভ্যাকসিন এবং কর্বেভয়াক্স একসঙ্গে দেওয়া যাবে না– একই সেন্টার থেকে। তাই আপাতত রাজ্য স্বাস্থ্য দফতরের সবুজ সঙ্কেতের জন্য অপেক্ষা করছে পুরনিগম। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সদ্য। সামনে হোলির ছুটি। তাই স্কুলে স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী সোমবার থেকে শুরু করবে কলকাতা পুরনিগম। তবে তার আগেই ভ্যাকসিন সেন্টারগুলি থেকে টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী– ১২ থেকে ১৪ বছর বয়সীদের বায়োলজিক্যাল-ই সংস্থার কর্বেভ্য়াক্স টিকা দেওয়া হবে। দ্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপে  অব ইমিউনাইজেশন ছোটদের করোনা টিকা দেওয়ার সুপারিশ করেছে– তারপরই এই নির্দেশিকা প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক। ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার পাশাপাশি– ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়ার ক্ষেত্রেও কো-মর্বিডিটির যে নিয়ম রয়েছে– তাও বদল করা হয়েছে সম্প্রতি। এবার থেকে কো-মর্বিডিটি না থাকলেও ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়া হবে। এদিকে কলকাতা পুরসভাতেও ১২ উর্দ্ধোদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে  স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হুমকি মেল! তল্লাশি অভিযানে বিধাননগর থানার পুলিশ

 

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে সরকার, নারায়ণা হাসপাতালের শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: মশার কামড়ের এই রোগে হয় না নিরাময়, প্রতিরোধে ঘরে ঘরে ওষুধ স্বাস্থ্য দফতরের