০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফের পিছিয়ে গেল শুনানি, সুপ্রিম কোর্টে ১৭ ফেব্রুয়ারিতে অভিষেকের মামলা 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 27

পারিজাত মোল্লা : এই নিয়ে তিনবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে কয়লা পাচার মামলায় শুনানি। সুপ্রিম কোর্ট সুত্রে প্রকাশ , আগামী মঙ্গলবার ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দাখিল  মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, সেই সম্ভাবনা নেই। আগামী ১৭ ফেব্রুয়ারি অভিষেকের মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে জানা গেছে ।

 

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

গত বছর ডিসেম্বর মাস থেকে এনিয়ে মামলাটির শুনানি তিনবার বার পিছোল সুপ্রিম কোর্টে । এরফলে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ল। এর পাশাপাশি  অভিষেকের স্ত্রী রুজিরারও রক্ষাকবচ বহাল থাকল। এই মামলায় তাঁরও(রুজিরা) একই আবেদন রয়েছে দেশের সর্বোচ্চ আদালত  সুপ্রিম কোর্টে।সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সুত্রে জানা গেছে , আগামী ১৭ ফেব্রুয়ারি শুনানির তালিকায় মামলাটি নথিভুক্ত হতে পারে। ওই দিনটিকেই মামলার ‘সম্ভাব্য’ শুনানির দিন হিসাবে ধার্য করা হয়েছে। ওইদিন মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে ।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

যদিও কোনও এক পক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির শুনানির দিনবদল নিয়ে আর্জি জানাতে পারেন, সে ক্ষেত্রে আদালত শুনানি এগিয়ে বা পিছিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

কয়লা পাচার মামলায় আইনি রক্ষাকবচ এবং কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে গতবছর ১৭ মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়  এবং তাঁর স্ত্রী । সেই আবেদনের ইডি বিরোধিতা করলেও, তাতে সাড়া দেয়নি আদালত। অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানায়, -‘এই দু’জনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি’। এর আগে মামলাটি একাধিক বার শুনানি জন্য উঠলেও, প্রায় ৯ মাস ধরে সেই অন্তর্বর্তী সেই নির্দেশই বলবত্‍ রয়েছে। তবে গত দু’মাসে মামলাটি শুনানির জন্য উঠলই না। এর আগে গত বছর ১২ ডিসেম্বর, তার পর ১৩ জানুয়ারি এবং এর পর ৩১ জানুয়ারি শুনানির ‘সম্ভাব্য’ দিন ধার্য ছিল। এখন আগামী মাসে ১৭ ফেব্রুয়ারিতে শুনানির নতুন ‘সম্ভাব্য’ দিন ধার্য হল।এখন দেখার আগামী  ১৭ ফেব্রুয়ারিতে  সুপ্রিম কোর্টে এই মামলার কি ঘটে?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের পিছিয়ে গেল শুনানি, সুপ্রিম কোর্টে ১৭ ফেব্রুয়ারিতে অভিষেকের মামলা 

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা : এই নিয়ে তিনবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে কয়লা পাচার মামলায় শুনানি। সুপ্রিম কোর্ট সুত্রে প্রকাশ , আগামী মঙ্গলবার ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দাখিল  মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, সেই সম্ভাবনা নেই। আগামী ১৭ ফেব্রুয়ারি অভিষেকের মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে জানা গেছে ।

 

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

গত বছর ডিসেম্বর মাস থেকে এনিয়ে মামলাটির শুনানি তিনবার বার পিছোল সুপ্রিম কোর্টে । এরফলে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ল। এর পাশাপাশি  অভিষেকের স্ত্রী রুজিরারও রক্ষাকবচ বহাল থাকল। এই মামলায় তাঁরও(রুজিরা) একই আবেদন রয়েছে দেশের সর্বোচ্চ আদালত  সুপ্রিম কোর্টে।সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সুত্রে জানা গেছে , আগামী ১৭ ফেব্রুয়ারি শুনানির তালিকায় মামলাটি নথিভুক্ত হতে পারে। ওই দিনটিকেই মামলার ‘সম্ভাব্য’ শুনানির দিন হিসাবে ধার্য করা হয়েছে। ওইদিন মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে ।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

যদিও কোনও এক পক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির শুনানির দিনবদল নিয়ে আর্জি জানাতে পারেন, সে ক্ষেত্রে আদালত শুনানি এগিয়ে বা পিছিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

কয়লা পাচার মামলায় আইনি রক্ষাকবচ এবং কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে গতবছর ১৭ মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়  এবং তাঁর স্ত্রী । সেই আবেদনের ইডি বিরোধিতা করলেও, তাতে সাড়া দেয়নি আদালত। অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানায়, -‘এই দু’জনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি’। এর আগে মামলাটি একাধিক বার শুনানি জন্য উঠলেও, প্রায় ৯ মাস ধরে সেই অন্তর্বর্তী সেই নির্দেশই বলবত্‍ রয়েছে। তবে গত দু’মাসে মামলাটি শুনানির জন্য উঠলই না। এর আগে গত বছর ১২ ডিসেম্বর, তার পর ১৩ জানুয়ারি এবং এর পর ৩১ জানুয়ারি শুনানির ‘সম্ভাব্য’ দিন ধার্য ছিল। এখন আগামী মাসে ১৭ ফেব্রুয়ারিতে শুনানির নতুন ‘সম্ভাব্য’ দিন ধার্য হল।এখন দেখার আগামী  ১৭ ফেব্রুয়ারিতে  সুপ্রিম কোর্টে এই মামলার কি ঘটে?